আজকাল ওয়েবডেস্ক: ইংল্যান্ডের সাজঘরে সুখের পরিবেশ। লর্ডসে ভারতকে হারিয়ে সিরিজে ২-১-এ এগিয়ে গিয়েছে ইংল্যান্ড। গুমোট পরিবেশ একেবারেই নেই। এই পরিস্থিতিতে জো রুট বললেন, তিনি যখন ক্যাপ্টেন ছিলেন, তখন বেন স্টোকস তাঁর কথা শুনতেন না।

স্টোকস লর্ডসে অলরাউন্ড পারফরম্যান্স দেখিয়েছেন। ৭৭ রান করেন। পাঁচটি উইকেট নেন। ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট বলতে যা বোঝায় স্টোকস তাই করেছেন। স্টোকস ৪৪ ওভার বল করেছেন। তার মধ্যে পঞ্চম দিনে ৯.২ ওভার এবং ১০ ওভার বল করেন।

স্টোকসের আগে রুট ইংল্যান্ডের ক্যাপ্টেন ছিলেন। তিনি অলরাউন্ডারের ওয়ার্ক লোড দেখে মুগ্ধ হয়ে যান। নিজের উপরে অত্যধিক চাপ নিয়ে নিতেন স্টোকসরুট আগের ঘটনা উল্লেখ করে বলেন, ''আমি পাঁচ বছর ধরে চেষ্টা করে গিয়েছি। কিন্তু ওকে সামলাতে পারিনি। স্টোকস আমার কথা সবসময়ে শুনত না। আমি যখন অধিনায়ক ছিলাম তখন স্টোকস আমার কথা শুনতই না'' 

আরও পড়ুন:  'বিশ্বের সেরা বোলারকে নামতেই হবে চতুর্থ টেস্টে', ম্যানচেস্টারে বুমরাহকে চাইছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার

এখন স্টোকস ক্যাপ্টেন। রুটের মতে, যে কোনও জিনিস করতে ও মরিয়া। এবং সময় বিশেষে স্টোকস এতটাই মরিয়া হয়ে ওঠেন যে চোটআঘাতের আশঙ্কা থেকেই যায়স্টোকস আবার প্রশংসা করেছেন রুটের। বলেছেন, পরিস্থিতি যাই হোক না কেন, রুটই বিশ্বের সেরা ব্যাট।

Ben Stokes at the centre surrounded by the rest of England, England vs India, 3rd Test, Lord's, London, Day 5, July 14, 2025

২৩ জুলাই ম্যানচেস্টারে চতুর্থ টেস্ট ম্যাচ। সেই টেস্ট ম্যাচে ভারতীয় শিবির কি বুমরাহকে পাবে? তা নিয়ে চলছে জল্পনা। গিল বলেছেন, ''সময় এলে দেখা যাবে।'' স্টোকস ইংল্যান্ডের জন্য মরিয়া হয়ে ওঠেন। চোটআঘাতকে উপেক্ষা করে নিজেকে নিংড়ে দেন। ভারতের সাজঘরে এমন ছবি কি দেখা যায়?

লর্ডসে ৪৩ ওভার বল করেছেন বুমরাহ। সাত উইকেট তাঁর ঝুলিতে। বুমরাহকে অস্বস্তিতে ভুগতে দেখা যায়নি। তবে অনেকেই মনে করছেন, পরের টেস্ট ম্যাচ শুরু হতে এখনও আট দিনের মতো সময় রয়েছে। ফলে বুমরাহ নিজে নামার চেষ্টা করবেন। হেডিংলি টেস্টের পরে সাত দিন সময় পেলেও বুমরাহ কিন্তু এজবাস্টনে নামেননিসিরিজে ফিরতে গিলের এখন বুমরাহকে খুবই দরকার।

ভারতের প্রাক্তন ক্রিকেটার দীপ দাশগুপ্ত মনে করেন ম্যানচেস্টারে হতে চলা চতুর্থ টেস্টে নামতেই হবে বুমরাহকেচ্যাম্পিয়ন বোলার এখনও পর্যন্ত ৪ ইনিংসে ১২টি উইকেট নেন।

দীপ দাশগুপ্ত বলেন, ''চতুর্থ টেস্ট জশপ্রীত বুমরাহ? অবশ্যই। আমি শুনেছি বুমরাহ প্রথম, তৃতীয় ও পঞ্চম টেস্টে খেলবে। এটাই নাকি ওর পরিকল্পনা। কিন্তু পরিস্থিতি এখন বদলে গিয়েছে। ভারত পিছিয়ে পড়েছে সিরিজে। এই অবস্থায় চতুর্থ টেস্টের গুরুত্ব বেড়ে গিয়েছে বহুগুণে। আমরা সবাই চাইব বিশ্বের সেরা বোলার চতুর্থ টেস্টে নামবে।'' 

Ben Stokes and Mohammed Siraj nearly collide, England vs India, 3rd Test, Lord's, London, Day 5, July 14, 2025

১৪ জুলাই শেষ হয়েছে লর্ডস টেস্ট। হাতে আট দিন সময় পাচ্ছেন বুমরাহ। এই আটদিনে পুরোদস্তুর সুস্থ এবং তরতাজা হয়ে উঠবেন তিনি। দীপ দাশগুপ্ত বলছেন, ''লর্ডসম্যানচেস্টার টেস্টের মধ্যে আট দিনের ব্যবধান। চতুর্থ টেস্টের পরে পঞ্চম টেস্ট আদৌ কি প্রাসঙ্গিক থাকবে, সেটাই দেখার। ফলে চতুর্থ টেস্টের গুরুত্ব অপরিসীম।''

দীপের সুর পাওয়া গিয়েছিল অনিল কুম্বলের বক্তব্যে। দেশের প্রাক্তন লেগ স্পিনার বুমরাহ প্রসঙ্গে বলেন, ''এই প্রেক্ষিতে ভারতের প্রাক্তন অধিনায়ক অনিল কুম্বলে মনে করেন জশপ্রীত বুমরাহর খেলার দরকার রয়েছে। তিনি বলেছেন, ''আমার আশা বুমরাহ খেলবেই। যদি আমি দলের সদস্য হতাম, তাহলে অবশ্যই বুমরাহকে পরবর্তী টেস্টে খেলার কথা বলতাম। বুমরাহ যদি না খেলে এবং তারপর টেস্ট ম্যাচ হেরে যায়, তাহলেই সব শেষ। কারণ সিরিজ তখন শেষ।''

কুম্বলের সংযোজন, ''আমার মনে হয় বুমরাহর দু'টি টেস্ট ম্যাচ খেলা উচিত। আমি জানি বুমরাহ বলেছিল,কেবল তিনটি টেস্ট খেলব। এর পরে আমাদের দীর্ঘ বিরতি আছে। বুমরাহর হোম সিরিজ খেলার দরকার নেই। চাইলে বিরতি নিতেই পারে। তবে বুমরাহর পরের টেস্ট ম্যাচ খেলা উচিত।''

আরও পড়ুন: রবিনসন-জ্যাকবসের রেকর্ড, তার পরে বোলারদের দৌরাত্ম্য, দক্ষিণ আফ্রিকাকে হারাল নিউজিল্যান্ড