আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে সরানোর পিছনে কে? একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের শীর্ষস্তর থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বোর্ড সদস্য বা আইপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যরা এই সিদ্ধান্ত নেননি। 

টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি অনুযায়ী, ভারতের মাটিতে চারটে ম্যাচ খেলার কথা বাংলাদেশের। তার মধ্যে তিনটে ম্যাচ ইডেনে। আর একটি ম্যাচ মুম্বইয়ে। কিন্তু মুস্তাফিজুর রহমানকে নিয়ে সৃষ্ট বিতর্কের পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড স্থির করেছে ভারতের মাটিতে তারা দল পাঠাবে না বিশ্বকাপের জন্য। 

গ্রুপ সি-তে বাংলাদেশের সঙ্গে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, ইতালি ও নেপাল। 

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের উচ্চপদস্থ এক কর্মী বলেছেন, ''আমরাও তো মিডিয়ায় প্রকাশিত খবর পড়েই জানতে পেরেছি। কোনও আলোচনাই হয়নি। আমাদের কাছ থেকেও কোনও পরামর্শ নেওয়া হয়নি।'' 

শনিবার বিসিসিআই সচিব দেবজিৎ সইকিয়া বোর্ডের অবস্থান জানিয়ে দেন। বলেন, ''সাম্প্রতিক ঘটনাবলীর জন্য ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে তারা যেন বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেয়।'' বোর্ডের এহেন নির্দেশের পরেই কেকেআর জানিয়ে দেয় ছেড়ে দেওয়া হচ্ছে মুস্তাফিজুরকে। তার পর থেকে ঘটনাপ্রবাহ অন্য দিকে মোড় নিচ্ছে। 

অনির্দিষ্টকালের জন্য দেশজুড়ে আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা জারি করল বাংলাদেশ সরকার। বিবৃতি দিয়ে মহম্মদ ইউনূস নেতৃত্বাধীন সরকার জানায়, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সব ধরনের সম্প্রচার, প্রচার ও ইভেন্ট কভারেজে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 

জনস্বার্থে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশের কোথাও আইপিএল সংক্রান্ত কোনও সম্প্রচার, প্রচার বা অনুষ্ঠান দেখানো যাবে না।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছে বিশ্বকাপ খেলতে ভারতে আসবে না তারা। নিরাপত্তাজনিত উদ্বেগের কারণেই আইসিসির এই টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশ ভারতে আসবে না বলে বিবৃতি দিয়েছে। আইসিসি-কে পাঠানো মেলে একথাই জানিয়েছে বিসিবি। বাংলাদেশের এহেন সিদ্ধান্তের পরে এই সিদ্ধান্তের ফলে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ও ভেন্যু সংক্রান্ত বিষয়ে নতুন করে জটিলতা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। 

বাংলাদেশের পাঠানো মেলের জবাব এখনও পাঠায়নি আইসিসি। সেই মেলের অপেক্ষায় বিসিবি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম পরিষ্কার জানিয়ে দিয়েছেন, তিনি এ বিষয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সঙ্গে কথা বলবেন না। আমিনুল বলেছেন, ''ক্রিকেট বোর্ডের সমস্ত ডিরেক্টরদের সঙ্গে দু' দফায় আলোচনা করেছি আমরা। তার পরে সিদ্ধান্ত নিয়েছি। এই মুহূর্তে ভারতে দল পাঠানো একেবারেই নিরাপদ নয় বলে আমরা মনে করছি।'' 
আমিনুল যোগ করেন, ''আইসিসি-কে আমরা চিঠি পাঠিয়েছি। যা বলার সেটা পরিষ্কার করে আমরা জানিয়েছি আইসিসিকে। আমাদের কাছে নিরাপত্তা বড় বিষয়। সেটাই আমরা অনুসরণ করছি। আইসিসি-কে আমরা মেল করেছি। আশা করছি আইসিসি-র সঙ্গে দ্রুত আমরা মিটিং করবো। আমাদের আশঙ্কার কথা ওদের জানাতে পারব।'' 
আইসিসি-র মেলের উপরে নির্ভর করছে বিসিবি-র পরবর্তী পদক্ষেপ। আইসিসি কী জবাব দেয়, তা জানা নেই কারওরই। তাই অপেক্ষা করছে বিসিবি। আমিনুল বলছেন, ''আমরা বিসিসিআই-এর সঙ্গে কথা বলব না। কারণ ইভেন্টটা আইসিসির। আমরা আইসিসি-র সঙ্গে যোগাযোগ রাখছি। তাদের সঙ্গেই কথাবার্তা বলছি।'' 

ক্রিকেট কূটনীতি কি এই জট খুলতে পারবে?