আজকাল ওয়েবডেস্ক:‌ পাকিস্তানের সঙ্গে কোনও দ্বিপাক্ষিক সিরিজ নয়। এই কারণেই ভারত খেলতে যায় না পাকিস্তানে। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর এমনই কড়া বার্তা দিলেন বিসিসিআইয়ের সহ সভাপতি রাজীব শুক্লা। 


প্রসঙ্গত, দক্ষিণ কাশ্মীরের পহেলগাঁওয়ে মঙ্গলবার জঙ্গি হামলায় কমপক্ষে ২৬ জন পর্যটক মারা যান। সেখানকার পরিস্থিতি রীতিমতো আতঙ্কজনক। সেনাবাহিনী গোটা কাশ্মীর ঘিরে রেখেছে। জঙ্গিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। 


এই যখন অবস্থা, তখন বিসিসিআইয়ের সহ সভাপতি রাজীব শুক্লা এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘‌এই জঙ্গি হামলার কড়া নিন্দা করি। মৃতদের পরিবারকে সমবেদনা জানাই। এই পরিস্থিতির জন্যই পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলি না। ভবিষ্যতেও খেলব না।’‌


এরপরই তিনি বলেছেন, ‘‌সরকার যে সিদ্ধান্ত নেবে তাই মেনে নেব। সরকারের সিদ্ধান্তের কারণেই পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলি না আমরা। আর ভবিষ্যতেও খেলব না। কিন্তু আইসিসি টুর্নামেন্টে উপায় নেই, খেলতে হবে। আইসিসিও জানে কী ঘটছে।’‌


এটা ঘটনা ক্রিকেটারদের নিরাপত্তার খাতিরেই ভারত আর পাকিস্তানে দল পাঠায় না। কোনও দ্বিপাক্ষিক সিরিজ খেলে না। একমাত্র আইসিসি টুর্নামেন্টেই দু’‌দল মুখোমুখি হয়। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও পাকিস্তানে দল পাঠায়নি ভারত। যা নিয়ে কম বিতর্ক হয়নি। পিসিবি রীতিমতো হুমকি দিয়েছিল। কিন্তু ভারতই এই ‘‌লড়াই’‌য়ে জয়ী হন। হাইব্রিড মডেলে ভারত সব ম্যাচ খেলে দুবাইয়ে। এমনকী ভারত ম্যাচ খেলতে পাকিস্তান দলকেও আসতে হয়েছিল দুবাইয়ে।