আজকাল ওয়েবডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ব্যর্থতার কাটাছেঁড়া করতে ম্যারাথন বৈঠকে বসেন বিসিসিআইয়ের কর্তারা। মুম্বই টেস্টে ব়্যাঙ্ক টার্নার পিচ, যশপ্রীত বুমরাকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত এবং গৌতম গম্ভীরের কোচিং স্টাইল নিয়ে দীর্ঘ আলোচনা হয়। বোর্ডের সভাপতি রজার বিনি, সচিব জয় শাহ ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন অধিনায়ক রোহিত শর্মা, নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকর এবং কোচ গৌতম গম্ভীর। অনলাইনে মিটিংয়ে যোগ দেন ভারতের হেড কোচ। সিরিজের কিছু সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন করা হয় টিম ম্যানেজমেন্টকে। গম্ভীরের কোচিং স্টাইল নিয়েও আলোচনা হয়। যা রাহুল দ্রাবিড়ের স্টাইলের থেকে সম্পূর্ণ আলাদা। 

বোর্ডের এক সিনিয়র কর্তা বলেন, 'ছয় ঘন্টার ম্যারাথন মিটিং চলে। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিপর্যয়ের পর যা প্রত্যাশিত। ভারত অস্ট্রেলিয়ায় সফরে যাচ্ছে। বোর্ড চাইছে সেখানে আবার ছন্দে ফিরুক ভারতীয় দল। ভারতীয় থিঙ্কট্যাঙ্ক কীভাবে এগোতে চাইছে এই নিয়ে এদিন আলোচনা হয়। বুমরাকে বিশ্রাম দেওয়া নিয়েও কথা ওঠে। গত কয়েক বছরে স্পিনের বিরুদ্ধ ভারতীয় ব্যাটারররা স্বচ্ছন্দ না হওয়া সত্ত্বেও কেন মুম্বইয়ে এরকম পিচ বানানো হয়েছে, সেই নিয়েও প্রশ্ন ওঠে।' দুটো বিষয়ে বোর্ডের কর্তারা অখুশি। প্রথমত, বুমরাকে বিশ্রাম দেওয়ার সিদ্ধাতের সঙ্গে তাঁরা একমত নয়। দ্বিতীয়ত, পুনেতে স্পিনের বিরুদ্ধে নাস্তানাবুদ হওয়ার পরও কেন টার্নিং পিচের দাবি জানানো হয়, সেটা তাঁদের কাছে বোধগম্য নয়। এখান থেকে কীভাবে ঘুরে দাঁড়ানো যায় সেই বিষয়ে রোহিত, গম্ভীর এবং আগরকরের কাছে জানতে চাওয়া হয়েছে। ভারতীয় থিঙ্কট্যাঙ্কে অনেকেই গম্ভীরের কোচিংয়ের ধরনের পক্ষে নয়। অস্ট্রেলিয়া সফরের জন্য টি-২০ অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডি এবং হর্ষিত রানার অন্তর্ভুক্তি অনেকেই মেনে নিতে পারেনি। ১০ এবং ১১ নভেম্বর দু'দফায় ক্যাঙ্গারুদের দেশে পাড়ি দেবে ভারতীয় দল।