বলিউডে কখনও ক্রিকেটার, কখনও রাজনৈতিক ব্যক্তিত্ব, তো কখনও আবার সিনে তারকার জীবনী তুলে ধরা হয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম! বড়পর্দায় শীঘ্রই আসছে মোদির জীবনী। সম্প্রতি সেই ছবির শুটিং শুরু হয়ে গেল। জানা গিয়েছে ছবির নাম 'মা বন্দে'। 

'মা বন্দে' ছবিটির পরিচালনা করছেন ক্রান্তি কুমার সিএইচ। এদিন শুভ মহরতের অনুষ্ঠানের পর টিম কাজ শুরু করে দিল। ছবিতে প্রধানমন্ত্রীর ভূমিকায় দেখা যাবে দক্ষিণী অভিনেতা উন্নি মুকুন্দনকে। কেরলের বিভিন্ন প্রান্তে মূলত শুটিং হবে 'মা বন্দে' ছবিটির। গল্পে উঠে আসবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জীবন সফরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অধ্যায়ের কথা। 

'মা বন্দে' ছবিটির টিম রীতিমত উত্তেজনায় ফুটছে  কারণ এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়কে বড়পর্দায় নিয়ে আসতে চলেছেন। তাঁদের তরফেই জানানো হয়েছে, কেরল ছাড়াও ভারতের অন্যান্য বিভিন্ন প্রান্তেও শুটিং হবে এই ছবির। নরেন্দ্র মোদির ব্যক্তিগত জীবন থেকে কেরিয়ার, জীবনের বিভিন্ন অধ্যায় সেখানে তুলে ধরা হবে।

এদিন ছবির নির্মাতাদের তরফে এক্স অর্থাৎ যা আগে টুইটার নামে পরিচিত ছিল সেখানে শুভ মহরত অনুষ্ঠানের একটি ভিডিও পোস্ট করে ছবিটির ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে দেখা গিয়েছে ছবির সেটের টুকরো ছবি। তবে এখানে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে আর কাদের দেখা যাবে সেটা এখনও ঘোষণা করা হয়নি। ছবিটি কবে মুক্তি পাবে সেটাও জানানো হয়নি। তবে অনুমান করা হচ্ছে ২০২৬ সালেই মুক্তি পাবে এটি। 

নির্মাতাদের তরফে 'মা বন্দে' ছবিটির বিষিয়ে জানানো হয়েছে এটি একটি শক্তিশালী বায়োগ্রাফিকাল সিনেমা হতে চলেছে যেখানে ভারতীয় মাটির জয়গান, দেশ মাতৃকার ইচ্ছে এবং এক অদম্য ইচ্ছে যা দেশের ভবিষ্যৎকে বদলে দিল সেটা দেখানো হবে। নির্মাতারা নির্ভুল তথ্য দেওয়ার চেষ্টা করবেন বলেই জানিয়েছেন। 

?ref_src=twsrc%5Etfw">December 20, 2025

প্রসঙ্গত, চলতি বছরের সেপ্টেম্বর মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনের সময় প্রথমবার এই ছবির ঘোষণা করা হয়। জানানো হয় ছবিতে তাঁর কেরিয়ারের পাশাপাশি ব্যক্তিগত জীবনও তুলে ধরা হবে। বিস্তারিত গবেষণা করে, বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে তাঁর জীবনের মূল ঘটনাগুলো নিয়ে স্ক্রিপ্ট তৈরি করেছেন পরিচালক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চরিত্রে যাঁকে দেখা যাবে, সেই উন্নি মুকুন্দন মালায়লি ছবির পরিচিত মুখ। সম্প্রতি তাঁর ছবি ম্যাক্রো দারুণ সমাদৃত হয়েছে দর্শক সমালোচকদের থেকে।