আজকাল ওয়েবডেস্ক: আর মাত্র চার দিন। ২০ জুন থেকে শুরু হয়ে যাবে ভারত–ইংল্যান্ড টেস্ট সিরিজ। শুভমান গিল বাহিনী অনেক আগেই পৌঁছে গিয়েছে ইংল্যান্ডে। প্রস্তুতি ম্যাচে ক্রিকেটাররা নিজেদের ঝালিয়ে নিয়েছেন। এবার আসল লক্ষ্য।
ভারত এ দলের হয়ে ইংল্যান্ড সফরে রয়েছেন সরফরাজ খান, রুতুরাজ গায়কোয়াড়, অংশুল কম্বোজ, খলিল আহমেদ, হর্ষিত রানারা। সূত্রের খবর, হর্ষিতকে টেস্ট সিরিজের জন্য ব্যাক আপ হিসেবে রেখে দেওয়া হতে পারে।
প্রসঙ্গত, ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে একটিই প্রস্তুতি ম্যাচ খেলেছেন রানা। নিয়েছেন এক উইকেট। এটা ঘটনা টিম ইন্ডিয়ার পেস অ্যাটাকে রয়েছেন বুমরা, সিরাজ, কৃষ্ণা, আকাশদীপ, অর্শদীপ সিং। তবে বুমরা তিনটির বেশি টেস্ট খেলবেন না।
এদিকে দলের সঙ্গে মঙ্গলবার যোগ দেবেন গম্ভীর। গত সপ্তাহে তিনি ব্যক্তিগত কাজের জন্য দেশে ফিরে এসেছিলেন। তিনি ফিরলে প্রথম টেস্টের দল চূড়ান্ত হবে।
গম্ভীর না থাকায় অনুশীলনে বাড়তি দায়িত্ব সামলেছেন বোলিং কোচ মরনি মরকেল, সহকারী কোচ রায়ান টেন ডশকাতে ও ব্যাটিং কোচ সীতাংশু কোটাক।
শোনা যাচ্ছে বর্ডার গাভাসকার ট্রফিতে খেলা ও গম্ভীরের পছন্দের রানাকে রেখে দেওয়ার একটাই কারণ বুমরা সব টেস্ট খেলবেন না। সেক্ষেত্রে কোনও টেস্টে শিঁকে ছিঁড়তে পারে রানার। এই ভাবনা থেকেই তাঁকে ইংল্যান্ডে রেখে দেওয়ার ভাবনা।
