আজকাল ওয়েবডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে কেএল রাহুলের খেলা নিয়ে বড় সিদ্ধান্ত নিল বিসিসিআই। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে রাহুলের খেলা নিয়ে আগের সিদ্ধান্ত পরিবর্তন করল বোর্ড। বিজিটি খেলে ফিরে রাহুল নিজেই এই সিরিজ থেকে বিরতি চেয়েছিলেন এবং বিসিসিআই তাতে সম্মতিও জানিয়েছিল। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিসিসিআই রাহুলকে ইংল্যান্ডের বিপক্ষে ওডিআই সিরিজে খেলার নির্দেশ দিয়েছে। জানা যাচ্ছে, আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক প্রতিবেদন অনুযায়ী অজিত আগরকরের নেতৃত্বে নির্বাচক কমিটি রাহুলকে দলে যুক্ত করতে আগ্রহী।

 

প্রথমদিকে, রাহুলকে পুরো ইংল্যান্ডের সাদা বলের সিরিজ থেকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ম্যাচ ফিট থাকার জন্য ওডিআই সিরিজে খেলতে বলা হয়েছে তাঁকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতের টপ অর্ডার ব্যাটিং লাইন-আপ ব্যর্থ হলেও, কেএল রাহুল ছিলেন ব্যতিক্রম। তিনি ১০ ইনিংসে ২৭৬ রান করেন, গড় ছিল ৩০.৬৬। দলের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডে উইকেটকিপার ব্যাটারের জন্য কেএল রাহুল ছাড়াও ঋষভ পন্থ এবং সঞ্জু স্যামসন রয়েছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে ঝালিয়ে নেওয়া হতে পারে কম্বিনেশন।

 

সূত্রের খবর, চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডে থাকার জন্য এগিয়ে রয়েছেন রাহুলই। তবে নির্বাচকরা ইংল্যান্ড সিরিজে একবার তাঁকে দেখে নিতে চান। অন্যদিকে, বিসিসিআই আইসিসির কাছে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক স্কোয়াড ঘোষণার সময়সীমা বাড়ানোর জন্য আবেদন করেছে বলে খবর সূত্রের। আইসিসি ১২ জানুয়ারি স্কোয়াড ঘোষণার শেষ তারিখ নির্ধারণ করেছিল। কিন্তু বিসিসিআই ওই সময়সীমার মধ্যে স্কোয়াড ঘোষণা করতে পারবে না বলে জানা গিয়েছে। বোলারদের মধ্যে মহম্মদ শামি, অর্শদীপ সিং, সঞ্জু স্যামসন, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তীরা চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডের জন্য লড়াইয়ে রয়েছেন। তবে এই বিষয় নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি বিসিসিআই।