আজকাল ওয়েবডেস্ক: জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে না। তার আগেই ২২ গজে দেখা যাবে দুই ভারতীয় কিংবদন্তি রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে।

জানা গিয়েছে, ভারতের প্রথম শ্রেণীর ঘরোয়া একদিনের ক্রিকেট প্রতিযোগিতা বিজয় হাজারে ট্রফিতে ফিরছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি।

কয়েক সপ্তাহ আগে থেকেই রোহিত তার অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছিলেন। এবার কোহলিও নাকি এই ঘরোয়া টুর্নামেন্টে খেলতে রাজি হয়েছেন বলে জানা গিয়েছে।

অভিজ্ঞ এই দুই ব্যাটার সীমিত-ওভারের একমাত্র ফরম্যাটে নিজেদের দুর্দান্ত ফর্ম বজায় রাখতে চান বলেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

তবে বিষয়টিতে নতুন মোড় এসেছে, কারণ ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) স্পষ্ট করেছে, রোহিত ও কোহলিকে বাধ্য করা হয়নি বিজয় হাজারে ট্রফি খেলতে।

সংবাদমাধ্যম রেভস্পোর্টজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, বিসিসিআইয়ের এক কর্মকর্তা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, বোর্ড কারওর ওপর চাপ দেয়নি।

কোহলি ও রোহিত সম্পূর্ণ নিজেদের সিদ্ধান্তে খেলতে রাজি হয়েছেন। যখন কর্মকর্তার কাছে জানতে চাওয়া হয়, বোর্ড কি তাদের প্রভাবিত করেছে, তিনি সরাসরি না বলেন।

তাঁর কথায়, ‘ওরা নিজেরাই সিদ্ধান্ত নিয়েছে, এটা তাদেরই ইচ্ছে।’ গত কয়েক মাস ধরে বোর্ডের নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকর থেকে শুরু করে হেড কোচ গৌতম গম্ভীর সকলেই খেলোয়াড়দের সুযোগ পেলে ঘরোয়া ক্রিকেটে ফিরে যেতে উৎসাহ দিচ্ছেন।

এই চাপ সরাসরি হোক বা পরোক্ষ ভাবে, দেওয়া হচ্ছে ক্রিকেটারদের ওপরে। কারণ, অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাসকার সিরিজে ব্যর্থ হওয়ার পর রোহিত ও কোহলি রঞ্জি ট্রফিতেও অংশ নিয়েছিলেন।

যদিও ওডিআইতে এখনও ব্যাটিং ইউনিটের মূল ভরসা রোহিত ও কোহলিই। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২-১ সিরিজ জয়ের পর সাংবাদিক সম্মেলনে কোচ গম্ভীর বলেন, তিনি চান এই দুই সিনিয়র ক্রিকেটার একইভাবে দলকে অবদান দিয়ে যাক।

তবে ২০২৭ সালের বিশ্বকাপ দলগঠন নিয়ে কোনও ইঙ্গিত দিতে রাজি হননি তিনি। গম্ভীর বলেন, ‘ওরা বিশ্বমানের ক্রিকেটার এবং ড্রেসিংরুমে ওদের অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক বছর ধরে ওরা এই কাজ করছে। আশা করি, ৫০-ওভার ফরম্যাটে ওরা একইভাবে অবদান রাখতে থাকবে।’

বিজয় হাজারে ট্রফিতে রোহিত-কোহলির প্রত্যাবর্তন ঘরোয়া ক্রিকেটে নতুন মাত্রা যোগ করবে বলেই মনে করা হচ্ছে।