আজকাল ওয়েবডেস্ক: ইংল্যান্ড সিরিজের মাঝপথেই নাকি অবসরের ভাবনা ছিল রোহিত শর্মার। এমনই বিস্ফোরক দাবি করেছে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন। কিন্তু ধোনি স্টাইলের এই দাবি মানেননি বোর্ড কর্তারা। তাই টেস্ট থেকে অবসর নিয়ে নেন রোহিত।
প্রসঙ্গত, ২০১৪ সালে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজের মাঝপথেই অবসর নিয়েছিলেন রোহিত। দায়িত্ব এসেছিল বিরাটের উপর। ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, রোহিতও ইংল্যান্ড যেতে চেয়েছিলেন। আর সিরিজের মাঝপথে অবসর নিতে চেয়েছিলেন। কিন্তু এই আবদার মেনে নেয়নি বোর্ড। ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, ‘নির্বাচকরা ধারাবাহিকতা চেয়েছিলেন। রোহিতকে জানিয়েছিলেন ক্রিকেটার হিসেবে ইংল্যান্ড যেতে। এরপরই নাকি রোহিত অবসরের সিদ্ধান্ত নেন।’
এখন ইংল্যান্ড সিরিজের আগে নেতা বাছতে হবে। সূত্রের খবর, ২৩ মে টেস্ট সিরিজের দল ঘোষণা হতে পারে। বোর্ড নাকি অধিনায়কত্বের জন্য প্রাথমিক কথাও বলেছে গিল ও পন্থের সঙ্গে। কিন্তু চূড়ান্ত এখনও কিছু হয়নি। এদিকে, বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হচ্ছে, গিল ও বুমরার মধ্যে নাকি কাউকে নেতা হিসেবে বেছে নেওয়া হবে।
তবে নির্বাচকদের অনেকে মনে করছেন, গিল প্রথম একাদশেই নিশ্চিত নন। তাঁকে অধিনায়ক করা নিয়ে অনেকের সংশয় রয়েছে। আবার সুনীল গাভাসকারের মতো প্রাক্তন মনে করছেন গিলকেই দায়িত্ব দেওয়া উচিত।
