আজকাল ওয়েবডেস্ক: এশিয়া কাপের দল ঘোষণার পর থেকে বিতর্কের শেষ নেই। শুভমন গিলকে সহ অধিনায়ক করা নিয়ে ক্রিকেট পণ্ডিতদের মধ্যে মতপার্থক্য রয়েছে। তারমধ্যে নতুন প্রসঙ্গ উত্থাপন করলেন মদন লাল। হার্দিক পাণ্ডিয়াকে সহ অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া নিয়ে সওয়াল করেন। কয়েকটা রিপোর্টে জানা যাচ্ছে, ভবিষ্যতে টি-২০ অধিনায়ক করা হবে গিলকে। টি-২০ বিশ্বকাপে রোহিত শর্মার ডেপুটি ছিলেন হার্দিক। তারপর তাঁকে সরিয়ে সূর্যকুমারের ডেপুটি করা হয় অক্ষরকে। কেন এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেই নিয়ে প্রশ্ন তোলেন প্রাক্তন তারকা। যশস্বী জয়েসওয়ালকে দলে না রাখা নিয়েও প্রশ্ন তোলেন। 

মদন লাল বলেন, 'গিল নিয়ে নির্বাচকদের সঙ্গে আমি একমত। তবে আমি জানি না হার্দিক পাণ্ডিয়াকে কেন সরানো হল। গিল ভাল বিকল্প। কারণ ও ভাল খেলছে। আগামী দিনে গিল তিনটে ফরম্যাটেই খেলতে পারে। যশস্বীর মতো প্লেয়ার দলে নেই দেখে অবাক লাগছে। জয়েসওয়াল আক্রমণাত্মক ক্রিকেট খেলে। টেস্ট ম্যাচেও দারুণ খেলে। জানি না ওকে বিশ্রাম দেওয়া হয়েছে কিনা। না ওরা অন্য কিছু চাইছে।' টি-২০ দলে শুভমন গিলের প্রত্যাবর্তনে খুশি মহম্মদ কাইফও। তবে পাশাপাশি জানান, এর ফলে সঞ্জু স্যামসনের প্রথম একাদশে থাকার সম্ভাবনা কমেছে। এক বছর পর গিলের প্রথম একাদশে ফেরা নিয়ে জোর চর্চা চলছে। সহ অধিনায়ক হওয়ায় সব ম্যাচেই খেলার সম্ভাবনা রয়েছে। যার ফলে টপ অর্ডারে পরিবর্তন হবে। বর্তমানে অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, তিলক বর্মা এবং সূর্যকুমার যাদব টপ ফোর। কিন্তু গিলের অন্তর্ভুক্তিতে পরিস্থিতি বদলে যাবে। নিজের ইউ টিউব চ্যানেলে স্যামসন প্রসঙ্গে কাইফ বলেন, 'আমার মনে হয় সঞ্জু স্যামসনের প্রথম একাদশে জায়গা পাওয়া কঠিন। যেমন ওরা বলেছে, দল আমিরশাহিতে পৌঁছনোর পর এই নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সেইভাবেই প্রথম একাদশ বেছে নেওয়া হবে। আমার মনে হয় প্রথম চারে আসতে পারবে না সঞ্জু। অভিষেকের সঙ্গে ওপেন করবে গিল। তিলক বর্মা তিনে নামবে। সূর্য চারে।' 

সঞ্জুর এগারো জনের দলে সুযোগ পাওয়া নিয়ে প্রথম প্রশ্ন তোলেন আকাশ চোপড়া। ভারতের প্রাক্তনী দাবি করেন, গিলের অন্তর্ভুক্তিতে সম্ভাবনা কমল উইকেটকিপার ব্যাটারের। চোপড়া বলেন, 'অল ফরম্যাট অধিনায়কের সঠিক দিশায় এগোচ্ছে টিম ইন্ডিয়া। শুভমন গিলের প্রত্যাবর্তনে সঞ্জু স্যামসনের ভাগ্য লিখন হয়ে গিয়েছে। ও প্রথম একাদশে জায়গা পাবে না। তিলক বর্মা বা হার্দিক পাণ্ডিয়াকে নিশ্চয়ই বাইরে রাখা হবে না। যার অর্থ স্যামসনকেই বসতে হবে। সুযোগ পাবে জীতেশ শর্মা। এই নির্বাচন থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে, ব্যক্তি বিশেষের ওপর ব্যাটিং স্লট নির্ভর করছে। গিল সহ অধিনায়ক হওয়ায়, ও অবশ্যই খেলবে, এবং ব্যাটিং ওপেন করবে। এটাই সঞ্জুকে প্রথম একাদশের বাইরে করে দিচ্ছে।' ৯ সেপ্টেম্বর থেকে শুরু এশিয়া কাপ।