আজকাল ওয়েবডেস্ক:‌ কিছুদিনের মধ্যেই বোর্ড চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকা ঘোষণা করবে। বোর্ডের সেন্ট্রাল কন্ট্রাক্টে কারা থাকবেন তা নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে। সূত্রের খবর, বিসিসিআই শনিবার একটি বৈঠক করবে। যে বৈঠকে সচিব দেবজিৎ সইকিয়া ছাড়াও হাজির থাকবেন হেড কোচ গৌতম গম্ভীর।
সূত্রের খবর বৈঠকে আলোচনা হবে রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজাকে নিয়ে। কারণ এই তিন ক্রিকেটার এখন দুটি ফর্ম্যাটে খেলেন। টি২০ ছেড়ে দিয়েছেন।


এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, এই তিন ক্রিকেটারই গ্রেড এ প্লাস ক্যাটেগরিতে থাকবেন। সঙ্গে থাকবেন জসপ্রীত বুমরা। যিনি আপাতত চোটের জন্য মাঠের বাইরে। তবে সূত্রের খবর বোর্ডের সেন্ট্রাল কন্ট্রাক্টে আসতে চলেছেন শ্রেয়স আইয়ার। ঘরোয়া ক্রিকেট না খেলার জন্য যিনি ২০২৩–২৪ সালে চুক্তি থেকে বাদ পড়েছিলেন। তবে ঈষান কিষান থাকবেন কিনা তা নিশ্চিত নয়। 


প্রসঙ্গত, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের হয়ে সবচেয়ে বেশি রান করেছিলেন শ্রেয়স। আইপিএলে পাঞ্জাবের অধিনায়ক তিনি। প্রথম ম্যাচে অল্পের জন্য শতরান পাননি। তবে স্পিনার অলরাউন্ডার অক্ষর প্যাটেল গ্রেড বি থেকে এ তে চলে আসতে পারেন। সূত্রের আরও খবর, বরুণ চক্রবর্তী, অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডি ও অভিষেক শর্মা বোর্ডের সেন্ট্রাল কন্ট্রাক্টে আসতে পারেন।


এটা ঘটনা এ প্লাস ক্যাটেগরিতে থাকা ক্রিকেটাররা বছরে ৭ কোটি পান। এ গ্রেডে থাকা ক্রিকেটাররা পান ৫ কোটি। বি ও সি গ্রেডে থাকা ক্রিকেটাররা পান ৩ ও ১ কোটি টাকা।


সূত্রের আরও খবর বাংলার পেসার আকাশ দীপ ছাড়াও সরফরাজ খানও এবার বোর্ডের চুক্তির আওতায় আসতে পারেন। আর যশস্বী জয়সোয়াল প্রোমোট হতে পারেন।