আজকাল ওয়েবডেস্ক:‌ টানা দু’‌বার। এশিয়া কাপ জিতল টিম ইন্ডিয়া। এবার একেবারে অপরাজেয়। সাত ম্যাচ টানা জিতে চ্যাম্পিয়ন। পাকিস্তানকে হারানোর হ্যাটট্রিক। আর কী চাই!‌ 


ভারত পুরস্কার নিতে ওঠেনি। ফলে কত টাকার চেক দেওয়া হয়েছে, তা জানা যাচ্ছে না। কিন্তু বিসিসিআই থেকে ঘোষণা করা হয়েছে টিম ইন্ডিয়াকে ২১ কোটি টাকা দেওয়া হবে। যা এশিয়া কাপের পুরস্কার মূল্যের থেকে কয়েকগুণ বেশি হবে। সেই সঙ্গে পাকিস্তানকে খোঁচা দিয়ে লেখা হয়েছে, ‘৩টে ধামাকা, শূন্য প্রত্যুত্তর, এশিয়া কাপ চ্যাম্পিয়ন, বার্তা পৌঁছে গিয়েছে।’


তবে জানা গেছে, রানার্স আপ পাকিস্তান পেয়েছে ৬৬ লক্ষ টাকা। আর টুর্নামেন্টের সেরা অভিষেক শর্মা। ৩১৪ রান করেছেন। পেয়েছেন ১৩ লক্ষ টাকা ও গাড়ি। আর মোস্ট ভ্যালুয়েবল ক্রিকেটার হয়েছেন কুলদীপ যাদব। টুর্নামেন্টে নিয়েছেন ১৭ উইকেট। সঙ্গে পেয়েছেন ১৩ লক্ষ টাকা। ম্যাচ সেরা তিলক ভার্মা পেয়েছেন ৪.‌৪৫ লক্ষ টাকা।


এদিকে, এশিয়া কাপ ফাইনালে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। শুরুটা খারাপ করেনি পাকিস্তান। ওপেনিং জুটিতে উঠে যায় ৮৪ রান। সাহিবজাদা ফারহান করেন ৫৭ রান। ফখর জামান ৪৬ রান করেন। তখন বুমরাকে রীতিমতো চাপে রেখেছিলেন পাক ব্যাটাররা। কিন্তু ভারতীয় স্পিনাররা আসতেই খেই হারিয়ে ফেলে পাকিস্তান। প্রথম তিনজনের পর আর কেউ দুই সংখ্যায় পৌঁছয়নি। ১১৩ রানে ২ উইকেট থেকে ১৪৬ রানে অলআউট হয়ে যায় পাক বাহিনী। কুলদীপ যাদব পান ৪ উইকেট। জবাবে ব্যাট করতে নেমে ২০ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। সেখান থেকে তিলক ভার্মা প্রথমে সঞ্জু স্যামসনকে নিয়ে ৫৭ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়েন। এরপর শিবম দুবের সঙ্গে জুটি গড়ে ভারতকে জয়ের পথে নিয়ে যান। দুবে আউট হলেও দমানো যায়নি তিলককে। ৬৯ রানে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। 

অন্যদিকে, এশিয়া কাপ জেতার পর টিম ইন্ডিয়া ট্রফি নেয়নি। যা নিয়ে এবার মুখ খুললেন পাক অধিনায়ক সলমন আলি আঘা। সূর্যকুমার যাদবের দলের সমালোচনা করে পাকিস্তান অধিনায়ক বলেছেন, ভারত ক্রিকেটকে অসম্মান করেছে।


ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে এসেছিলেন পাক অধিনায়ক সলমন। এসেই তিনি বলেন, ‘ভারত আমাদের সঙ্গে হাত মেলায়নি, মহসিন নকভির থেকে ট্রফি নেয়নি। ওরা আমাদের সঙ্গে যা করেছে, তাতে শুধু আমাদের অসম্মান করেনি, গোটা ক্রিকেটকে অসম্মান করেছে। এগুলো দেখে বাকি দলগুলো যদি এ সব করতে শুরু করে? কোথায় শেষ হবে এ সব? ক্রিকেটারদের তো রোল মডেল হওয়া উচিত। মাঠে এগুলো হতে দেখলে ছোট ছোট ছেলে–মেয়েরা কী শিখবে? এ বার যা হয়েছে, খুব খারাপ হয়েছে।’

রবিবার এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়নের ট্রফিই নেয়নি ভারতীয় দল। ট্রফি দেওয়ার কথা ছিল এশীয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান মহসিন নকভির। তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডেরও চেয়ারম্যান। আরও এক বার পাকিস্তানকে বয়কট করল ভারত। ট্রফি ছাড়াই আনন্দ করেন ভারতীয় ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা।