আজকাল ওয়েবডেস্ক: ক্রিকেটে ফিরছেন ভারতের ব্যাটি কিংবদন্তি শচীন রমেশ তেণ্ডুলকর। ব্যাট হাতে শচীন মানেই নস্ট্যালজিয়া। ক্রিকেটপ্রেমীদের স্মৃতিতে ভিড় জমায় অনেক স্মৃতি।
সেই মাস্টার ব্লাস্টার নেট করছেন আসন্ন টুর্নামেন্টের জন্য। তাঁর নেট প্র্যাকটিস করার ভিডিও পোস্ট করেছে মুম্বই ইন্ডিয়ান্স। সেখানে ক্যাপশন হিসেবে লেখা, ''দেখো কে নেট করছে?''
সামনেই আন্তর্জাতিক মাস্টার্স লিগ। ২২ ফেব্রুয়ারি এই টুর্নামন্টের বল গড়াচ্ছে। চলবে ১৬ মার্চ পর্যন্ত। এই টুর্নামেন্টের জন্যই মাস্টার ব্লাস্টার নিজেকে তৈরি করছেন। শুরু করে দিয়েছেন প্রস্তুতি।
ভারত ছাড়াও শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষি আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে।
ক্যারিবিয়ানদের নেতৃত্বে ব্রায়ান লারা। শ্রীলঙ্কার অধিনায়কের আর্মব্যান্ড কুমার সঙ্গকারার হাতে। দক্ষিণ আফ্রিকা দলের ক্যাপ্টেন জাক কালিস। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া দলের অধিনায়কত্ব করবে যথাক্রমে ইয়ন মর্গ্যান ও শেন ওয়াটসন।
Look ???? who we saw ???? in the nets from our windows ????#MumbaiMeriJaan #MumbaiIndians pic.twitter.com/viHWkHIbC4
— Mumbai Indians (@mipaltan)Tweet by @mipaltan
ভারতীয় দলের ক্যাপ্টেন শচীন। টুর্নামেন্টের কমিশনার সুনীল গাভাসকর।
আসন্ন টুর্নামেন্ট ক্রিকেটপ্রেমীরা দেখতে পাবেন শচীন তেণ্ডুলকরের খেলা। পুরনো মাস্টার ব্লাস্টারকে খুঁজে দেখবেন সমর্থকরা।
