আজকাল ওয়েবডেস্ক: ১২০ মিনিটের টানটান উত্তেজনা। ম্যাজিকাল পারফরম্যান্সে বার্সেলোনাকে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পৌঁছে গেল  ইন্টার মিলান। 

দশ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠার হাতছানি ছিল বার্সার সামনে। ২০১৫ সালে চ্যাম্পিয়ন হওয়ার পর আর ফাইনালে ওঠেনি স্প্যানিশ ক্লাব। কিন্তু হাতছাড়া হল। স্যান সিরোয় রুদ্ধশ্বাস ম্যাচ। ২-০ তে এগিয়ে যাওয়ার পর ২-৩ গোলে পিছিয়ে পড়ে ইন্টার মিলান। নব্বই মিনিটের শেষে ৩-৩। শেষপর্যন্ত অতিরিক্ত সময়ে ফাইনালের টিকিট সংগ্রহ করে ইতালির ক্লাব। 

বার্সা হেরে যাওয়ায় ট্রেবল জয়ের সম্ভাবনা শেষ হল। এখন হ্যান্সি ফ্লিকের নজরে লা লিগার খেতাব। এল ক্লাসিকো জিতে লা লিগ জেতাই এখন ফ্লিকের মুখ্য উদ্দেশ্য। 

কোপা দেল রে জেতার পর থেকেই বার্সার ট্রেবল জয়ের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছিল। লা লিগায় রিয়াল মাদ্রিদের থেকে চার পয়েন্টে এগিয়ে বার্সেলোনা। রবিবার এল ক্লাসিকো। বার্সা জিতলে শিরোপা একপ্রকার নিশ্চিত। 

ইন্টার মিলানের কাছে হারের পরে  ফ্লিক বলেন, '' নতুন আশা নিয়ে আমরা আবার ফিরব।'' এল ক্লাসিকোর প্রস্তুতির জন্য আরও পাঁচ দিন সময় রয়েছে। বার্সা এল ক্লাসিকো জিততে মরিয়া। 

বার্সেলোনা হেরে যাওয়ার পরে একপ্রকার ফিরে আশার শপথ নিলেন লামিনে ইয়ামাল। তিনি বলেন, ''রবিবার আরও একটা ফাইনাল। আমাদের ফিরে আসতে হবে।''