আজকাল ওয়েবডেস্ক: সাত বছর ছিলেন একসঙ্গে।  ভাল ও খারাপ মুহূর্তরা হাত ধরাধরি করে হেঁটেছে। 

জার্মানির পত্রিকা বিল্ডকে দেওয়া সাক্ষাৎকারে  মার্ক-আন্দ্রে টের স্টেগান তাঁর ও লিও মেসির সম্পর্ক নিয়ে খুল্লমখুল্লা। 

২০১৪ সালে বার্সায় আসেন স্টেগান। সেই সময়ে বার্সার প্রথম গোলকিপার ছিলেন ক্লদিও ব্রাভো। সুযোগ বেশি না পাওয়ায় বার্সা ছেড়ে ম্যাঞ্চেস্টার সিটিতে চলে যেতে চেয়েছিলেন স্টেগান।

কিন্তু তাঁকে যেতে দেননি তৎকালীন বার্সেলোনা কোচ লুইস এনরিকে। বরং সিটিতে গিয়েছিলেন ব্রাভো। 

ব্রাভো চলে যাওয়ায় গোলে বার্সার প্রথম পছন্দ ছিলেন স্টেগান। সাক্ষাৎকারে তিনি জানান, মেসির সঙ্গে তাঁর ভাল ও খারাপ মুহূর্ত দুই আছে। স্টেগান বলেন, ''আমার সঙ্গে লিওর সমস্যা হয়েছিস। কারণ আমি মেসির উপরে অসন্তুষ্ট ছিলাম। লিও আমার উপরে অসন্তুষ্ট ছিল।'' 

স্টেগান আরও বলেন, ''মেসি চাইলে আমার মুখে শট মারতে পারত। এই ক্ষমতা অন্য কারওর নেই।'' স্টেগান বলে চলেন, ''রেগে গিয়ে নয়, খুব সহজেই কাউকে বোকা বানাতে পারত মেসি। একটা পাস বা শটের মাধ্যমে তা করতে পারত। এই অভিজ্ঞতা আমার হয়েছিল। তবে আমার ভাগ্য ভাল যে লিওকে আমি নিজের দলে পেয়েছি।'' 


শেষ পর্যন্ত অবশ্য মেসির সঙ্গে সম্পর্কের বরফ গলেছিল। স্টেগান বলেন, ''আমাদের মধ্যে কখনও তর্ক হয়নি। কেউ বলতে পারবেন না যে আমাদের বনিবনা ছিল না। খারাপ মুহূর্ত ছিল। আবার ভাল মুহূর্তও ছিল।''