আজকাল ওয়েবডেস্ক: অবশেষে মুখ খুললেন বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান। কলকাতা নাইট রাইডার্সকে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড জানিয়েছিল, মুস্তাফিজুরকে কোনওভাবেই দলে রাখা যাবে না। তার অব্যবহিত পরেই কলকাতা নাইট রাইডার্স জানিয়ে দেয়, মুস্তাফিজুরকে তারা ছেড়েই দিল।
যাঁকে নিয়ে এত চর্চা, এত আলোচনা, সেই মুস্তাফিজুর অবশেষে মুখ খুলেছেন কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ পড়ার পরে। বাংলাদেশের একটি সংবাদমাধ্যমকে মুস্তাফিজুর বলেছেন, ''দল থেকে বাদ পড়লে কী করার আছে?''
৯ কোট ২০ লক্ষ টাকায় মুস্তাফিজুরকে এবার দলে নিয়েছিল কেকেআর। কিন্তু বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির পর থেকেই বোর্ড এবং কেকেআর-এর উপরে চাপ বাড়তে থাকে। অবশেষে শনিবার বিসিসিআই সচিব দেবজিৎ সইকিয়া বলেন, ''সাম্প্রতিক পরিস্থিতিতে বিসিসিআই থেকে কেকেআরকে নির্দেশ দেওয়া হয়েছে, তাদের বাংলাদেশি প্লেয়ার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে হবে। তবে বিসিসিআই এটাও তাদের বলেছে যদি তারা কোনও বিকল্প প্লেয়ার চায়, তাহলে সেক্ষেত্রে বোর্ড সেটার অনুমতি দেবে।''
এদিকে মুস্তাফিজুরকে নিয়ে ঘটনাপ্রবাহ যে দিকে মোড় নিয়েছে, তাতে পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশ কি আদৌ কলকাতার ইডেন গার্ডেন্সে বিশ্বকাপের ম্যাচ খেলবে? সেদেশের প্রাক্তন ক্রিকেটার আক্রম খান সন্দেহ প্রকাশ করে আজকাল ডট ইন-কে বলেছেন, ''পরিস্থিতি যেদিকে মোড় নিয়েছে তাতে বাংলাদেশের ম্যাচ ভারত থেকে অন্যত্র সরতে পারে।''
এই প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বলেন, ''বিশ্বকাপ আয়োজন করছে আইসিসি, ভারত আয়োজক দেশ। আমাদের যোগাযোগ করার দরকার হলে আইসিসি-র সঙ্গে করব।''
মুস্তাফিজুরকে নিয়ে পরিস্থিতি ঘোরাল হচ্ছে, এ কথা বললেও অত্যুক্তি করা হবে না।
