আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশ ‘এ’ দলের পেস বোলিং অলরাউন্ডার তোফায়েল আহমেদ রায়হানের বিরুদ্ধে এক তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার যৌন হেনস্থার অভিযোগে চার্জশিট দাখিল করেছে পুলিশ।
গুলশান থানার সাব-ইন্সপেক্টর সামিউল ইসলাম বৃহস্পতিবার জানান, মহিলা ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় এই চার্জশিট দেওয়া হয়েছে।
ক্রিকবাজ দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘মহিলা ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় চার্জশিট দাখিল করা হয়েছে।’
তদন্তকারীরা অভিযুক্তের জবানবন্দি, হোটেল বুকিং রেকর্ড ও মেডিকেল রিপোর্টসহ বিভিন্ন প্রমাণ সংগ্রহ করেছেন। যা পুরোপুরি ওই অভিযোগের সঙ্গে মিলে যাচ্ছে।
মামলার পরবর্তী শুনানিতে ৩০ ডিসেম্বর আদালত চার্জশিট পর্যালোচনা করা হবে। মামলার নথি অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে ফেসবুকে প্রথম পরিচয় হয় তোফায়েল এবং ওই তরুণীর।
ম্যাসেঞ্জারে কথোপকথন বাড়তে বাড়তে সম্পর্ক রোমান্সে রূপ নেয়। পরবর্তীকালে তোফায়েল তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দেন বলেই দাবি করেছেন তরুণী।
তাঁর অভিযোগ, চলতি বছরের ৩১ জানুয়ারি তোফায়েল তাঁকে গুলশানের একটি হোটেলে নিয়ে গিয়ে স্ত্রী পরিচয় দিয়ে যৌন নির্যাতন করেন। পরবর্তীতেও একাধিকবার একই ঘটনা ঘটে।
কিন্তু পরে প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও বিয়ে করতে অস্বীকার করেন তোফায়েল। ওই তরুণী ১ আগস্ট গুলশান থানায় অভিযোগ দায়ের করেন।
গত ২৪ সেপ্টেম্বর হাইকোর্ট তোফায়েলকে ছ’সপ্তাহের অগ্রিম জামিন দিয়েছিল এবং জামিনের মেয়াদ শেষে মহিলা ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল।
তবে পুলিশ জানিয়েছে, তিনি সেই নির্দেশ মানেননি। এই সময়ের মধ্যে তোফায়েল হংকংয়ে যান। সেখানে তিনি বাংলাদেশ ‘এ’ দলের হয়ে একটি সিক্স-আ-সাইড ক্রিকেট টুর্নামেন্টে অংশ নেন। জানা গিয়েছে, এখন মামলাটি আদালতের পরবর্তী আইনি প্রক্রিয়ার অপেক্ষায় রয়েছে।
