আজকাল ওয়েবডেস্ক: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে বাংলাদেশ। আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বাদ পড়ার দিনেই নাটকীয় ভাবে জানিয়ে দেওয়া হল দেশে ও দেশের বাইরে জাতীয় দলের হয়ে খেলার জন্য বিবেচিত করা হবে শাকিব আল হাসানকে।
যে শাকিব আল হাসানকে দেশে ঢুকতে দেওয়া হচ্ছে না, দেশের জার্সিতে নামতে পারছেন না, সেই শাকিবকে জাতীয় দলের হয়ে খেলার জন্য বিবেচনা করা হচ্ছে।
২০২৪ সালে ভারতের মাটিতে অনুষ্ঠিত টেস্টে দেশের হয়ে শেষবার মাঠে নামেন শাকিব। মীরপুরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট খেলে সর্বোচ্চ ফরম্যাট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন শাকিব। কিন্তু সেই সময়ের পরিস্থিতির জন্য আর দেশে ফেরেননি শাকিব। তার পর থেকে বাংলাদেশ ক্রিকেটে ব্রাত্যই থেকে গিয়েছেন শাকিব।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন সাংবাদিক বৈঠকে জানান, শাকিবের সঙ্গে তাঁদের কথা হয়েছে। বাংলাদেশের তারকা অলরাউন্ডারও খেলার ব্যাপারে সবুজ সঙ্কেত দিয়েছেন বলে জানানো হয়।
কিন্তু ক্রিকেটের বাইরেও তো শাকিবের রাজনৈতিক একটা পরিচয় রয়েছে। বাংলাদেশ সরকার কি তা মেনে নেবে?
আইসিসি জানিয়ে দিয়েছে আসন্ন বিশ্বকাপে বাংলাদেশ নেই। তাদের পরিবর্তে খেলবে স্কটল্যান্ড। বাংলাদেশের বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ায় গোটা দেশ জুড়ে যে আলোড়ন তৈরি হয়েছে, সেটাকে আড়াল করার জন্যই কি শাকিবকে দলে ফেরানোর নাটক চালু করা হল?
এদিকে ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ নেই, তা আনুষ্ঠানিক ভাবে আইসিসি জানিয়ে দেওয়ার পরে বিসিবি পরিচালকের পদ থেকে সরে দাঁড়িয়েছেন ইশতিয়াক সাদেক। ব্যক্তিগত কারণেই তাঁর এই সিদ্ধান্ত বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
