জাঁকিয়ে ঠান্ডা কি ফিরতে চলেছে দক্ষিণবঙ্গে? গতকাল দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা ফের ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমেছিল। প্রজাতন্ত্র দিবসে কেমন থাকবে আবহাওয়া, জানাল হাওয়া অফিস।
2
8
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, আজ রবিবার কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ও ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। মূলত পরিষ্কার আকাশ ও শুষ্ক আবহাওয়া থাকবে।
3
8
আগামী সাত দিন রাজ্যের আবহাওয়া থাকবে মূলত শুষ্ক। রাতের তাপমাত্রায় বিশেষ কোনও পরিবর্তন হবে না। প্রজাতন্ত্র দিবসের আগে ও পরে হাড়কাঁপানো ঠান্ডার ইনিংসের সম্ভাবনাও নেই।
4
8
অন্যদিকে, ৩০ জানুয়ারি পর্যন্ত একাধিক পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তরবঙ্গের আকাশ থাকবে আংশিক থেকে প্রধানত মেঘলা। তবে বৃষ্টি হবে কিনা, তা এখনও সুস্পষ্টভাবে জানায়নি আবহাওয়া দপ্তর।
5
8
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ ও আগামিকাল সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহার জেলায় ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে।
6
8
আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। ফলে দৃশ্যমানতাও কমবে।
7
8
দক্ষিণবঙ্গে আগামী দু'দিন পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে সকালে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে।
8
8
তার পরেরদিন, অর্থাৎ মঙ্গলবার উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়া ও মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে।