আজকাল ওয়েবডেস্ক: বড় বিপর্যয় থেকে অবশেষে মুক্তি। যে কোনও প্রতিযোগিতায় বল করতে আর বাধা নেই শাকিব আল হাসানের।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল দ্বারা পরিচালিত যে কোনও টুর্নামেন্টে তিনি আর বল করতে পারবেন না, এমন নিয়মের জেরে শাকিবের উপরে নেমে এসেছিল শাস্তির খাঁড়া। ইংল্যান্ডের লাফবোরো বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার রিপোর্ট বলছে, তাঁকে মুক্তি দেওয়া হল।
কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন ওয়ান-এর একটি ম্যাচ নিয়েই যত বিতর্ক তৈরি হয়েছিল। সেপ্টেম্বরে সেই ম্যাচের বল গড়িয়েছিল। টুর্নামেন্টে মাত্র একটি ম্যাচেই নেমেছিলেন বাংলাদেশের তারকা। ইংল্যান্ডের জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করার জন্য সেই সময়ে সারের ৮ জন ক্রিকেটার চলে গিয়েছিলেন। দুই স্পিনার উইল জ্যাকস ও ড্যান লরেন্সও ছিলেন না সারে দলে।
এই একটি মাত্র ম্যাচের জন্যই সারের হয়ে খেলতে নেমেছিলেন শাকিব। সেই ম্যাচে ৯টি উইকেট শাকিব নিলেও ম্যাচটিতে হার মানে সারে। শাকিব ৬৩ ওভার বল করেছিলেন। কিন্তু সেই সময়ে ফিল্ড আম্পায়াররা তাঁর বোলিং বোলিং নিয়ে সন্দেহ প্রকাশ করেননি। অবৈধ অ্যাকশনের জন্য নো বলও ডাকা হয়নি। কিন্তু
দু' মাস পরে জানা যায়, শাকিবের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন সেই ম্যাচের দুই আম্পায়ার।
লাফবোরোর ল্যাবে প্রথম পরীক্ষা দেন শাকিব। সেই পরীক্ষায় ব্যর্থ হন তিনি। এর পরে চেন্নাইয়ে পরীক্ষা দেন একসময়ের তারকা অলরাউন্ডার। সেই পরীক্ষাতেও ব্যর্থ হন তিনি।
৯ মার্চ লাফবোরো বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ফের পরীক্ষা দেন শাকিব। বুধবার তার ফলাফল আসে। শাকিব সফল হন। পরীক্ষার সময়ে মোট ২২টি ডেলিভারি করেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার। সবগুলোই ত্রুটিমুক্ত ছিল।
ক্রিকেট সংক্রান্ত একটি ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে শাকিব বলেছেন, ''সঠিক খবর। আমি বোলিং পরীক্ষায় পাশ করেছি। আবার আমি বল করতে পারব।''
