আজকাল ওয়েবডেস্ক: ঢাকায় চলে এসেছে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের নতুন কোচ ফিল সিমন্সও পৌঁছে গিয়েছেন রাজধানী শহরে। 

মিরপুরে হবে দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশ প্রথম টেস্ট। তার জন্য দল ঘোষণাও করা হয়ে গিয়েছে। ১৫ সদস্যের দলে রাখা হয়েছে শাকিব আল হাসানকে। কেরিয়ারের শেষ টেস্ট তিনি খেলবেন ঘরের মাঠে। তাঁর শেষ টেস্ট ঘিরে মঞ্চ যখন তৈরি হচ্ছে, ঠিক সেই সময়ে জানা গেল, শাকিব আল হাসান বাংলাদেশে এখনই ফিরছেন না। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ টেস্ট খেলা হচ্ছে না তাঁর। 
দুবাইয়ে রয়েছেন শাকিব। সূত্রের খবর, তিনি নিজেই জানিয়েছেন নিরাপত্তাজনিত কারণে এখনই দেশে ফিরবেন না। যুক্তরাষ্ট্রে ফিরে যেতে পারেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার। 

বুধবার রাত থেকেই শাকিবের দেশে ফেরা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। যুক্তরাষ্ট্র থেকে দুবাই হয়ে দেশে নামার কথা ছিল তাঁর। দুবাই থেকে শাকিবের দেশে ফেরার বিমান ছিল বৃহস্পতিবার বিকেলে। রাতে ঢাকায় নামার কথা ছিল।

কিন্তু নিরাপত্তাজনিত কারণে ঢাকা থেকেই শাকিবকে পরামর্শ দেওয়া হয়, আপাতত তিনি যেন ঢাকায় না আসেন। ভারতের মাটিতে খেলতে এসে কানপুরে অবসর ঘোষণা করেছিলেন শাকিব। টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে ব্যাট-প্যাড তুলে রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন। 

এখন মিরপুরে প্রোটিয়াদের বিরুদ্ধে নামতে না পারলে কানপুরে ভারতের বিরুদ্ধে শেষ ম্যাচ খেলে ফেলেছেন শাকিব।