আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে পাঁচ উইকেট নিয়ে নিজের উপস্থিতির জানান দিয়েছিলেন। চেন্নাইয়ে ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে তুলে নিলেন চার উইকেট। তারমধ্যে রয়েছে টপ ফোর। রোহিত শর্মা, বিরাট কোহলি, শুভমন গিল এবং ঋষভ পন্থ তাঁর শিকার। মাত্র তিন টেস্টের অভিজ্ঞতা। তাতেই বাজিমাত। পাকিস্তানের পর ভারতের মাটিতে। কেরিয়ারে চতুর্থ এবং ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টেই ঝুলিতে রোহিত, বিরাটের উইকেট। প্রথম সেশনেই ভারতকে খাদের কিনারায় ঠেলে দেন। কাঁপিয়ে দেন ভারতীয় ব্যাটিং অর্ডার। 

সাধারণত তারকাদের উইকেট নেওয়ার পর তরুণদের উচ্ছ্বাসে ভাসতে দেখা যায়। কিন্তু এদিন তাঁকে অতিরিক্ত আনন্দ প্রকাশ করতে দেখা যায়নি। স্বাভাবিক সেলিব্রেশন। ম্যাচ শেষে এই প্রসঙ্গে হাসান বলেন, 'আমি উৎসবে মাতি না। বিশেষ সেলিব্রেশন করি না। এর কোনও নির্দিষ্ট কারণ নেই। আমি অতিরিক্ত উচ্ছ্বাস দেখালে, আউট হওয়া ব্যাটারের আরও বেশি খারাপ লাগবে। হয়তো সেই কারণেই করি না।' তবে দুই মহাতারকার উইকেট যে তাঁকে বাড়তি তৃপ্তি দিয়েছে, সেটা এককথায় মেনে নিলেন। হাসান বলেন, 'বর্তমান প্রজন্মের সেরা দুই ব্যাটারের উইকেট নিয়ে আমি খুবই খুশি। তাঁদের উইকেট নিতে পারলে যে কেউই আনন্দ পাবে। আমারও ঠিক তেমনই অবস্থা।' চেন্নাইয়ে প্রথম সেশনে নজর কাড়েন হাসান। লাইন লেন্থ বজায় রেখে ভারতীয় ব্যাটারদের একের পর এক ভুল করতে বাধ্য করেন বাংলাদেশের তরুণ পেসার।