আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশ ক্রিকেটে জোর বিতর্ক। বাংলাদেশ মহিলা দলের পেসার জাহানারা আলম (‌যদিও তিনি এখন জাতীয় দলে নেই)‌ যৌন হয়রানির অভিযোগ তুলেছেন। তাঁর অভিযোগ মূলত বাংলাদেশের মহিলাদের দলের প্রাক্তন নির্বাচক মনজুরুল ইসলাম এবং মহিলাদের ক্রিকেটের দায়িত্বপ্রাপ্ত প্রাক্তন কর্তা প্রয়াত তৌহিদ মেহমুদের বিরুদ্ধে। এই অভিযোগের ভিত্তিতে একটি তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এক ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে জাহানারার অভিযোগ, মহিলা দলের ক্রিকেটারদের 'মন্দ স্পর্শ' করতেন মনজুরুল। স্বাস্থ্য বিষয়ক  একান্ত ব্যক্তিগত তথ্য জানতে চাইতেন বলে অভিযোগ আনেন জাহানারা। 

২০২২ সালের বিশ্বকাপের সময়ের কথা বলেছেন জাহানারা। জাতীয় দলের প্রাক্তন কয়েক জন সাপোর্ট স্টাফ তাঁর ক্রিকেটজীবন নষ্ট করে দেওয়ার চেষ্টা করেছিলেন বলেও অভিযোগ করেছেন জাহানারা। বিসিবির তৎকালীন উচ্চ পদস্থ কর্তাদের জানিয়েও লাভ হয়নি বলেও জানিয়েছেন তিনি।

কেবল মনজুরুল নন, আরও কয়েকজনের বিরুদ্ধে জাহানারা নিজের কেরিয়ার ধ্বংস করে দেওয়ার অভিযোগ আনেন। তিনি জানান, বিসিবি-কে সব কিছু জানিয়েও লাভবান হননি। 

জাহানারার কথায়, ''আমি একাধিকবার আপত্তিকর প্রস্তাব পেয়েছি। দলের মধ্যে থাকলে অনেক কিছু প্রকাশ্যে বলা যায় না। চাইলেও বলা যায় না। বিশেষ করে বিষয়টি আপনার রুটি–রুজির সঙ্গে জড়িত হলে এবং তেমন পরিচিতি না থাকলে সব সময় প্রতিবাদ করা যায় না।'' তিনি আরও বলেছেন, ''ক্রিকেটই আমার পরিবার। তাই আমার অবশ্যই কথা বলা উচিত। আরও ১০টা মেয়ের নিরাপত্তার স্বার্থে বলব। আমি নিজেকে বাঁচাতে পেরেছিলাম। অনেকে সেটা না–ও করতে পারে। বা এই বিষয়গুলোকে ততটা গুরুত্ব দেবে না। তাতে যে যা খুশি করার সুযোগ পেয়ে যাবে। পৃথিবীতে ভাল লোক যেমন রয়েছে, তেমন খারাপ লোকও রয়েছে। আমি চাই মেয়েদের জন্য একটা নিরাপদ পরিবেশ। যাতে ওরা নিশ্চিন্তে ক্রিকেট খেলতে পারে।''

মনজুরুল এখন চীনে মহিলা ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে কাজ করছেন। তিনি অবশ্য জাহানারার সব অভিযোগ ভিত্তিহীন ও মিথ্যা বলে দাবি করেছেন। দেশে ফিরে তিনি তদন্ত কমিটির সামনে বসতেও রাজি।