আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশ ক্রিকেটে আবার নতুন অশান্তি। নাজমুল হকের করা বিতর্কিত মন্তব্যে সায় নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। ঘরোয়া ক্রিকেট ম্যাচ বয়কট করার দাবি জানান ক্রিকেটাররা। বাংলাদেশের আসন্ন টি-২০ বিশ্বকাপ খেলা নিয়েও সংশয় রয়েছে। বিতর্কের সূত্রপাত নাজিমুল হকের মন্তব্য থেকে। প্লেয়ারদের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তোলেন। দাবি করেন, যাবতীয় সাহায্য সত্ত্বেও বহু ক্রিকেটার নিজেদের প্রমাণ করতে পারেনি। এই মন্তব্য হজম করতে পারেনি প্রাক্তন থেকে বর্তমান ক্রিকেটাররা। অসম্মানজনক মনে করেন। ফ্যানরাও ক্ষেপে যায়। সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠে। এমন মন্তব্যের জন্য দুঃখপ্রকাশ করে বিসিবি। 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিবৃতিতে বলা হয়, 'বোর্ডের কোনও মুখপাত্র বা মিডিয়া বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তি না হলে বিসিবি কোনও মন্তব্যের দায়িত্ব নেবে না।' যা স্পষ্ট বুঝিয়ে দেয়, নাজিমুল হকের মন্তব্য সম্পূর্ণ ব্যক্তিগত। বোর্ড এর প্রতিবাদ না করলে, বৃহস্পতিবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচ বয়কটের হুমকি দেয় প্লেয়াররা। তার জবাবেই এই বিবৃতি। একইসঙ্গে বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, ক্রিকেটারদের উদ্দেশে অপমানজনক মন্তব্য করা হলে, তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিসিবি জানায়, 'বাংলাদেশ ক্রিকেটের হৃৎপিণ্ড প্লেয়াররা। ওদের অবদান এবং সম্মান আমাদের কাছে গুরুত্বপূর্ণ।' এর আগেও বিতর্কিত মন্তব্য করেন নাজমুল হক। তামিম ইকবালকে 'ভারতীয় এজেন্ট' বলেন। কারণ তিনি আবেগে না ভেসে বিশ্বকাপ খেলার জন্য অনুরোধ জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। 

প্রসঙ্গত, বাংলাদেশের ভারতে বিশ্বকাপ খেলতে আশা নিয়ে নাটক চলছে। নিরাপত্তাজনিত কারণে ভারতে খেলতে চায় না তাঁরা। মুস্তাফিজুর রহমানের আইপিএল চুক্তি বাতিল হওয়ার পর বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচ সরিয়ে নিয়ে যাওয়ার দাবি জানায়। মঙ্গলবার বিশ্বকাপের ভেন্যু নিয়ে আইসিসির সঙ্গে ভিডিও কনফারেন্স হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। বৈঠকে বিসিবির প্রতিনিধিত্ব করেন সভাপতি আমিনুল ইসলাম, সহ সভাপতি শাখাওয়াত হোসেন, ফারুক আহমেদ, নাজমুল আবেদিন, নিজাম উদ্দিন চৌধুরী। বৈঠকে নিজেদের সিদ্ধান্তে অনড় থাকেন বিসিবির কর্তারা। জানিয়ে দেন, ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ। নিজেদের সিদ্ধান্ত আরও একবার বিবেচনা করার অনুরোধ জানায় আইসিসির কর্তারা। সুতরাং, এখনও এই সমস্যার কোনও সমাধান সূত্র বেরোয়নি। বিশ্বকাপ ক্রমশ এগিয়ে আসছে। আর এক মাসও বাকি নেই। প্রস্তুতি শুরু করে দিয়েছে অংশগ্রহণকারী দলগুলো। তারই মধ্যে বাংলাদেশ ক্রিকেটে এমন ডামাডোল চলছে।