আজকাল ওয়েবডেস্ক: কেরিয়ারের সায়াহ্নে পৌঁছে বিতর্কে বিদ্ধ বাংলাদেশের তারকা অলরাউন্ডার শাকিব আল হাসান। বোলিং অ্যাকশন নিয়ে পরীক্ষায় বসতে হবে বাংলাদেশের তারকা অলরাউন্ডারকে। পরীক্ষায় ব্যর্থ হওয়া মানে নিষেধাজ্ঞা নেমে আসবে শাকিবের উপরে।
৪৪৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে শাকিবের। ৭১২টি উইকেট তাঁর ঝুলিতে। তাঁর বোলিং অ্যাকশন নিয়ে কখনওই প্রশ্ন ওঠেনি। কিন্তু কেরিয়ারের শেষে পৌঁছনোর পরে শাকিবের বোলিং অ্যাকশন নিয়েই উঠছে প্রশ্ন। নিষেধাজ্ঞার লাল চোখ দেখছেন শাকিব। বোলিং অ্যাকশন নিয়ে তাঁকে দিতে হবে পরীক্ষা। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড এই নিদান দিয়েছে।
বিষয়টা কী? কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন ওয়ান-এর একটি ম্যাচ নিয়েই যত বিতর্ক। সেপ্টেম্বরে সেই ম্যাচের বল গড়িয়েছিল। টুর্নামেন্টে মাত্র একটি ম্যাচেই নেমেছিলেন বাংলাদেশের তারকা। ইংল্যান্ডের জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করার জন্য সেই সময়ে সারের ৮ জন ক্রিকেটার চলে গিয়েছিলেন। দুই স্পিনার উইল জ্যাকস ও ড্যান লরেন্সও ছিলেন না সারে দলে।
এই একটি মাত্র ম্যাচের জন্যই সারের হয়ে খেলতে নেমেছিলেন শাকিব। সেই ম্যাচে ৯টি উইকেট শাকিব নিলেও ম্যাচটিতে হার মানে সারে। শাকিব ৬৩ ওভার বল করেছিলেন। কিন্তু সেই সময়ে ফিল্ড আম্পায়াররা তাঁর বোলিং বোলিং নিয়ে সন্দেহ প্রকাশ করেননি। অবৈধ অ্যাকশনের জন্য নো বলও ডাকা হয়নি। কিন্তু
দু' মাস পরে জানা যায়, শাকিবের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন সেই ম্যাচের দুই আম্পায়ার।
শাকিবকে এবার তাঁর বোলিং অ্যাকশন নিয়ে পরীক্ষায় বসতে হবে। বাংলাদেশের তারকা অলরাউন্ডার সেই পরীক্ষায় বসার প্রস্তুতি নিচ্ছেন।
