আজকাল ওয়েবডেস্ক: টি-টোয়েন্টি ফরম্যাটে ফেরার জন্য বাবর আজমকে পরামর্শ দিয়েছিলেন কোচ মাইক হেসন।
স্ট্রাইক রেট উন্নতি করার কথা বলেছিলেন পাক কোচ। কিন্তু বাবর আজম স্ট্রাইক রেটের বিশেষ কোনও উন্নতি না ঘটিয়েও দলে ডাক পেলেন। টপ অর্ডারে বাকিদের ব্যর্থতার জন্য পাকিস্তানের টি-টোয়েন্টি দলে ডাকা হল বাবর আজমকে।
আরও পড়ুন: 'শুধু কি অ্যাডিলেড নাকি সবার জন্য...', ব্যর্থতার দিনে কোহলির 'অঙ্গভঙ্গি' নিয়ে শুরু চরম জল্পনা
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ ও তার পরে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের পাকিস্তান দল ঘোষণা করা হয়েছে। সেই দলে রাখা হয়েছে বাবর আজমকে। বাবর ফিরলেও ফেরানো হয়নি মহম্মদ রিজওয়ানকে।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় সফলতম ব্যাটসম্যান বাবর। পাকিস্তানের জার্সিতে এই ফরম্যাটে গত ডিসেম্বরে তিনি শেষ বার খেলেছেন। এশিয়া কাপ দলে তাঁকে রাখা হয়নি। দলে জায়গা না হওয়া বাবরকে পরামর্শ দিয়ে হেসন বলেছিলেন, স্ট্রাইক রেটের উন্নতি যেন তিনি ঘটান।
কিন্তু বাকিরা এতটাই ব্যর্থ যে সুযোগ এসে গেল বাবরের সামনে। বিশ্বকাপের পরিকল্পনাতেও নিশ্চয় তিনি থাকবেন।
গত এশিয়া কাপে দলে ছিলেন ফকর জামান। তিনি জায়গা হারিয়েছেন। হ্যারিস রউফকে নিয়ে তীব্র চর্চা হয়েছিল এশিয়া কাপের পরে। ভারতের বিরুদ্ধেই বেশি রান দেন হ্যারিস রউফ, এমন অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। কব্জি স্পিনার সুফিয়ান মুকিমকেও রিজার্ভে রাখা হয়েছে। তাঁর পরিবর্তে দলে ডাক পেয়েছেন উসমান তারিক।
ঘোষিত টি-টোয়েন্টি স্কোয়াড: সলমন আলি আঘা (অধিনায়ক), আবদুল সামাদ, আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, হাসান নাওয়াজ, মহম্মদ নওয়াজ, মহম্মদ ওয়াসিম জুনিয়র, সলমন মির্জা, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, শাহিন শাহ আফ্রিদি, উসমান খান, উসমান তারিক।
রিজার্ভ: ফখর জামান, হ্যারিস রউফ, সুফিয়ান মুকিম।
আরও পড়ুন: নবি মুম্বইয়ে বৃষ্টি, ভারতের তারকাদের ব্যাটে রানের বারিধারা, কোহলিকে ছাপিয়ে বিশ্বরেকর্ড প্রতীকার...
