আজকাল ওয়েবডেস্ক: ওয়ানডে ক্রিকেটের দীর্ঘ কেরিয়ারে বিরাট কোহলি কখনও টানা দুটো ম্যাচে শূন্য দেখেননি। পারথে ৮ বল খেলেও রান করতে পারেননি। অ্যাডিলেডে ৪ বলেই তাঁকে ডাগ আউটে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। 

কোহলি ব্যর্থ হতেই তাঁকে নিয়ে শুরু হয়ে যায় চর্চা। চলে জল্পনা। তবে কি কোহলি এবার থামিয়ে দেবেন ওয়ানডে-পরিক্রমা? 

আরও পড়ুন: নবি মুম্বইয়ে বৃষ্টি, ভারতের তারকাদের ব্যাটে রানের বারিধারা, কোহলিকে ছাপিয়ে বিশ্বরেকর্ড প্রতীকার


ড্রেসিং রুমে ফেরার সময়ে কোহলির শরীরী ভাষা অবসর-জল্পনা আরও বাড়িয়ে দেয়। ভক্তদের দিকে গ্লাভস নাড়াতে দেখা যায় তাঁকে। তার ফলে কোহলিকে নিয়ে শুরু হয় বিরাট জল্পনা। তবে কি অস্তাচলে যাওয়ার ইঙ্গিত দিলেন কোহলি? 

যশস্বী জয়সওয়ালের মতো ব্যাটার বসে রয়েছেন ডাগ আউটে। কোহলির মতো খেলোয়াড়কে বসানোর ক্ষমতা নেই কারওর। কিন্তু রান না পেলে তো সরতেই হবে। এখনও পরিষ্কার নয়, তাঁর ওয়ানডে কেরিয়ার প্রলম্বিত হবে কিনা। 

 

?ref_src=twsrc%5Etfw">October 23, 2025

আউটের পরে দর্শকদের দিকে তাকিয়ে গ্লাভস নাড়িয়েছেন কোহলি। এর প্রেক্ষিতে ভক্তরা বলতে থাকেন, ''বিরাট কোহলি তাঁর গ্লাভস খুলে অ্যাডিলেডের দর্শকদের উদ্দেশে নাড়ালেন। দ্বিতীয়বার শূন্য রানে ফিরলেন কোহলি। এটা কি কেবল অ্যাডলেডের দর্শকদের জন্যই? নাকি সবার জন্য? ভক্তরা অবশ্য কোহলিকে ব্যাট হাতে রাজ করতেই দেখতে চায়।'' আরেক ভক্ত সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ''বিরাট কোহলি কি অবসর নিচ্ছেন?''

টানা দু'ম্যাচে দেখলেন ডাক। কোহলির ভবিষ্যৎ নিয়ে উঠে গেল বিরাট প্রশ্ন। পারথে অনুষ্ঠিত প্রথম ওয়ানডেতে তিনি খাতা খোলেননি। দ্বিতীয় ওয়ানডেতেও একই পরিণতি। মাত্র চার বল খেলে বার্টলেটের বলে ফিরে গেলেন ভারতীয় ক্রিকেটের মহীরূহ। তাঁর নামের পাশে লেখা শূন্য। বিরাট-কেরিয়ারে এই প্রথমবার টানা দু'টি ওয়ানডেতে ডাক দেখলেন কোহলি। পারথে স্টার্কের অফ স্টাম্পের বাইরের বলটা মারতে গিয়ে ধরা পড়েছিলেন। এদিন এলবিডব্লিউ হলেন বলের হদিশ না পেয়ে। অথচ এমনটা তো হওয়ার কথা  ছিল না। বিরাট কোহলি মানেই রানমেশিন। বিরাট মানেই রেকর্ড আর রেকর্ড। সেই কোহলি কি পথ হারালেন? 

টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার অব্যবহিত পরেই ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসর গ্রহণ করে অবাক করে দিয়েছিলেন কোহলি। ইংল্যান্ড সফরের ঠিক আগে আচম্বিতেই তিনি টেস্ট ফরম্যাট থেকে ছুটি নিয়ে নিয়েছিলেন। হাতে রয়েছে কেবল পেনসিল।ওয়ানডে ফরম্যাট। সেখানেও কোহলির সঙ্গী ব্যর্থতা। ছন্দ নেই। ব্যাটে রানের খরা। ধারাবাহিকভাবে ব্যর্থ হওয়ায় নির্বাচকরা নখ-দাঁত বের করে বসে রয়েছেন। অনিশ্চয়তার মুখে কোহলির ভবিষ্যৎ। এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেটের দুই মহারথীকে কিছুটা হলেও বাঁচাতে পারত তাঁদের ব্যাট। রোহিত লড়ে যাচ্ছেন। কিন্তু কোহলি রান না পেয়ে নিজেকেই বিপন্ন করলেন। স্যর ডনের দেশেই কি শেষ ম্যাচ খেলে ফেলবেন কোহলি? নাকি কেরিয়ার আরও প্রলম্বিত করার আরও একটা সুযোগ পাবেন বিশ্বের অন্যতম সেরা ব্যাট? কোহলিকে নিয়ে ভারতীয় ক্রিকেটে এখন বিরাট প্রশ্ন। আর এই সুযোগটা করে দিলেন মিস্টার বিরাট কোহলি নিজেই।  

আরও পড়ুন: 'বুড়ো ঘোড়া'রা দলে ফিরতেই ব্যর্থ ভারত, ডনের দেশে ওয়ানডে সিরিজ খোয়ালেন গিল ...