আজকাল ওয়েবডেস্ক:‌ এশিয়া কাপে শুক্রবার শেষ হচ্ছে গ্রুপ পর্ব। ভারত খেলবে ওমানের বিরুদ্ধে। যদিও টিম ইন্ডিয়া আগেই সুপার ফোরে চলে গিয়েছে। তাই এই ম্যাচ শুধুই নিয়মরক্ষার। তবে রবিবারের পাকিস্তান ম্যাচের ড্রেস রিহার্সালও বলা যেতে পারে।


এশিয়া কাপের সুপার ফোর পর্যায় শুরু হয়ে যাচ্ছে শনিবার থেকেই। গ্রুপ এ থেকে ভারত ও পাকিস্তান এবং গ্রুপ বি থেকে শ্রীলঙ্কা ও বাংলাদেশ জায়গা করে নিয়েছে সুপার ফোরে। এবার রাউন্ড রবিন ফরম্যাটে খেলবে চার দল। সবচেয়ে বেশি পয়েন্ট পাওয়া দুই দল যাবে ফাইনালে।


এশিয়া কাপ সুপার ফোরের সূচি:‌


২০ সেপ্টেম্বর:‌ শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ
২১ সেপ্টেম্বর:‌ ভারত বনাম পাকিস্তান
২৩ সেপ্টেম্বর:‌ পাকিস্তান বনাম শ্রীলঙ্কা
২৪ সেপ্টেম্বর:‌ ভারত বনাম বাংলাদেশ
২৫ সেপ্টেম্বর:‌ পাকিস্তান বনাম বাংলাদেশ
২৬ সেপ্টেম্বর:‌ ভারত বনাম শ্রীলঙ্কা
২৮ সেপ্টেম্বর:‌ ফাইনাল। 
ভারতের সব ম্যাচই হবে দুবাইয়ে।


এদিকে, ওমানের বিরুদ্ধে শুক্রবারের ম্যাচে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে বদলের সম্ভাবনা রয়েছে।  রবিবার সুপার ফোরে আবার পাকিস্তানের মুখোমুখি ভারত। সেই ম্যাচের আগে ক্রিকেটারদের তরতাজা রাখতে চাইছেন গৌতম গম্ভীর।


ভারত যেহেতু ইতিমধ্যেই গ্রুপ এ–র শীর্ষস্থান দখল করে নিয়েছে, তাই নিয়মরক্ষার ম্যাচে বিকল্প দেখে নিতে চাইছেন গম্ভীর। প্রথম দুই ম্যাচে বোলাররা নিজেদের ঝালিয়ে নিয়েছেন। তবে পেসারদের মধ্যে একমাত্র জসপ্রীত বুমরা খেলেছেন। অর্শদীপ সিং ও হর্ষিত রানা সুযোগ পাননি। জানা গিয়েছে, শুক্রবার তাঁদের মধ্যে এক জন খেলবেন।


বুমরাকে ওমানের বিরুদ্ধে খেলাতে চাইছে না ভারত। একেবারে পাকিস্তানের বিরুদ্ধে নামবেন তিনি। তাঁর বদলে অর্শদীপের সুযোগ পাওয়ার সম্ভাবনা বেশি। ভারতের টি–টোয়েন্টি দলে তিনি ধারাবাহিক ভাবে খেলেন। কিন্তু যেহেতু দুবাইয়ের মাঠে ভারত দুই বিশেষজ্ঞ স্পিনার খেলাচ্ছে, তাই অর্শদীপ সুযোগ পাননি। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে ১০০ উইকেটের মাইলফলক থেকে এক উইকেট দূরে তিনি। ওমানের বিরুদ্ধে ভারতের প্রথম বোলার হিসাবে টি–টোয়েন্টিতে ১০০ উইকেট নেওয়ার রেকর্ড করতে পারেন তিনি।


পাশাপাশি প্রথম দুই ম্যাচে ভারতের মিডল অর্ডার ব্যাট করার সুযোগ পায়নি। ওমানের বিরুদ্ধে তাই সঞ্জু স্যামসন বা হার্দিক পাণ্ডিয়াকে উপরে নামানো হতে পারে। সূর্যকুমার যাদব ও তিলক বর্মা নীচে নামতে পারেন। ওমানের বিরুদ্ধে পাঁচ বোলার যথেষ্ট। তাই শিবম দুবের বদলে রিঙ্কু সিংকেও একটি ম্যাচে দেখে নিতে পারেন গম্ভীর। 

এদিকে, এশিয়া কাপ চলাকালীনই মারা গেলেন শ্রীলঙ্কান স্পিনার দুনিথ ওয়েল্লালাগের বাবা। আফগান ম্যাচ জয়ের পরেই বাবার মৃত্যুসংবাদ পান তিনি। খেলার মাঝেই শ্রীলঙ্কার সাজঘরে এই দুঃসংবাদ পৌঁছোয়। তখন মাঠে ছিলেন ২২ বছরের স্পিনার। খেলার মাঝে তাঁকে বিষয়টি জানানো হয়নি। পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়ে যাওয়ার পর ওয়েল্লালাগেকে বাবার মৃত্যুর খবর জানান শ্রীলঙ্কা দলের ম্যানেজার। দুঃসংবাদ পাওয়ার পর মাঠেই বিধ্বস্ত দেখাচ্ছিল তাঁকে। বৃহস্পতিবার রাতের বিমানেই শ্রীলঙ্কায় ফিরেছেন ওয়েল্লালাগে। এই সময় পরিবারের সঙ্গে থাকতে চেয়ে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের কাছে আবেদন করেন তিনি। তাঁর আবেদন মঞ্জুর করেছেন শ্রীলঙ্কার ক্রিকেট কর্তারা।