আজকাল ওয়েবডেস্ক:‌ এই না হলে অ্যাশেজ। পারথে বোলারদের রাজত্ব। ইংল্যান্ড শুরুতে ব্যাট করে ১৭২ রানে শেষ হলেও দিনের শেষে ১২৩ রান তুলতেই অজিরা হারিয়েছে ৯ উইকেট।


টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন স্টোকস। কিন্তু পারথের ২২ গজে ইংল্যান্ডের ব্যাটাররা সুযোগ কাজে লাগাতে পারলেন না। শুরুতেই আউট হয়ে যান ওপেনার ওপেনার জ্যাক ক্রলি (০)। অন্য ওপেনার বেন ডাকেটও (২১) দলকে তেমন ভরসা দিতে পারলেন না। দু’জনকেই আউট করেন স্টার্ক। জো রুটকেও (০) দ্রুত আউট করে ইংল্যান্ডকে আরও চাপে ফেলে দেন স্টার্ক।


৩৯ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়ার পর পরিস্থিতি কিছুটা সামলান তিন নম্বরে নামা অলি পোপ এবং পাঁচ নম্বরে নামা হ্যারি ব্রুক। চতুর্থ উইকেটের জুটিতে তাঁরা তোলেন ৫৫ রান। পোপকে (৪৬) আউট করেন ক্যামেরুন গ্রিন। ব্রুক করলেন ৫২। ইংল্যান্ডের বাকি ব্যাটারদের মধ্যে বলার মতো রান কেবল জেমি স্মিথের ৩৩। ব্যর্থ অধিনায়ক স্টোকসও (৬)। একটিও বড় রানের জুটি তৈরি করতে পারেনি ইংল্যান্ড।
অস্ট্রেলিয়ার জোরে বোলারদের সামলাতে পারলেন না ইংল্যান্ডের ব্যাটাররা। ইংরেজদের সবচেয়ে সমস্যায় ফেললেন স্টার্ক। সফরকারীদের প্রথম সারির পাঁচ ব্যাটারকে আউট করলেন তিনি। মূলত তাঁর দাপটেই ৩২.৫ ওভারে শেষ হয়ে গেল ইংল্যান্ডের প্রথম ইনিংস। ৫৮ রানে ৭ উইকেট নিলেন স্টার্ক। এ ছাড়া ২৭ রানে ২ উইকেট অভিষেক হওয়া ব্রেন্ডন ডগেটের। ১০ রানে ১ উইকেট গ্রিনের।


রান তাড়া করতে নেমে সমস্যায় অস্ট্রেলিয়াও। প্রথম দিনের শেষে ১২৩ রানের মধ্যেই চলে গিয়েছে ৯ উইকেট। অজিরা এখনও পিছিয়ে রয়েছে ৪৯ রানে।


ব্যাট হাতে রান না পেলেও ইংরেজ অধিনায়ক বেন স্টোকস বল হাতে পাঁচ উইকেট নিয়েছেন। দুটি করে উইকেট নিয়েছেন জফ্রা আর্চার ও ব্রাইডন কার্স। অজি ব্যাটারদের কেউই রান পাননি। হেড করেছেন ২১। গ্রিন ২৪। আর ক্যারির অবদান ২৬। অধিনায়ক স্মিথ করেছেন ১৭। পারথে প্রথম দিনেই পড়েছে ১৯ উইকেট। যা পরিস্থিতি এই টেস্ট দুই দিনেই না শেষ হয়ে যায়। 


এটা ঘটনা, পার‌থের ২২ গজের গতি কারও অজানা নয়। সঙ্গে সুইং এবং বাইন্স। এই ত্রিফলাতেই ব্যাটারদের নাজেহাল করে ছাড়লেন বোলারেরা। দু’দেশের ব্যাটাররাই সামলাতে পারলেন না প্রতিপক্ষের বোলিং আক্রমণ।