আজকাল ওয়েবডেস্ক: এডিলেডে রোহিত, কোহলি কেউ রান পাননি। ব্রিসবেনে শনিবার থেকে শুরু হয়ে যাচ্ছে বর্ডার–গাভাসকার ট্রফির তৃতীয় টেস্ট। পিচে থাকবে গতি ও বাউন্স। অর্থাৎ ট্রিপিক্যাল গাব্বা পিচ। ভারতের রণনীতি কী হতে চলেছে। টেস্টের আগের দিন ফাঁস করেছেন তরুণ ব্যাটার শুভমান গিল। গিল জানিয়েছেন প্রথম ইনিংসে বড় রান করাই লক্ষ্য ভারতের। প্রসঙ্গত, আঙুলে চোটের জন্য পারথ টেস্ট খেলেননি গিল। এডিলেডে করেছিলেন ৩১ ও ২৮। সেই গিলের কথায়, ‘ব্যাটিং গ্রুপ হিসেবে প্রথম ইনিংসে বড় রান করাই লক্ষ্য আমাদের। ড্রেসিংরুমে এই আলোচনাই আমরা করেছি।’ এরপরই গিল বলেছেন, ‘এডিলেডে ভাল ব্যাট করতে পারিনি। এখন তিন ম্যাচের সিরিজ হিসেবেই এটাকে দেখছি। ব্রিসবেনে জিততে পারলে মেলবোর্ন ও সিডনিতে আত্মবিশ্বাস নিয়ে যেতে পারব।’
গাব্বার গতিময় উইকেটে কাজটা যে বেশ চ্যালেজ্ঞিং তা মেনে নিয়েছেন গিল। বলেছেন, ‘মানসিক ও শারীরিকভাবে সুস্থ থাকতে হবে। মনে করি নতুন বলে ৩৫ ওভারের পর ব্যাট করাটা সহজ হবে। পরবর্তী নতুন বল না আসা পর্যন্ত।’
এটা ঘটনা, ব্রিসবেনে ভারতের রেকর্ড মোটেও ভাল নয়। সাতটি ম্যাচ গাব্বায় খেলেছে ভারত। প্রথম টেস্ট খেলেছিল সেই ১৯৪৭ সালে। ভারত হেরেছে ৫ ম্যাচ। জয় একটি। ড্র একটি। তবে গাব্বায় দুই দলের শেষ টেস্টে জিতেছিল ভারত।
এদিকে, গাব্বা টেস্টের জন্য প্রথম একাদশ ঘোষণা করে দিয়েছে অস্ট্রেলিয়া। দলে একটিই বদল। বোলান্ডের পরিবর্তে দলে ফিরছেন হ্যাজলেউড। তবে ভারত এখনও প্রথম একাদশ ঘোষণা করেনি। সম্ভবত ম্যাচের দিন উইকেট দেখেই হবে চূড়ান্ত সিদ্ধান্ত। তবে ব্যাটিং বিভাগে বদলের সম্ভাবনা কম।
