আজকাল ওয়েবডেস্ক: ২০২৭ বিশ্বকাপকে পাখির চোখ করে এগোচ্ছেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা। তাঁদের ফিটনেস, ফর্ম নিয়ে চর্চার মাঝেই সমালোচকদের যোগ্য জবাব দিচ্ছেন দুই মহাতারকা। অস্ট্রেলিয়ায় শেষ একদিনের ম্যাচে শতরান করেছিলেন রোহিত। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচে একশো করেন বিরাট। রবিবার রাঁচিতে ম্যাচ জেতানো ইনিংস খেলেন কিং কোহলি। তাঁর ফর্ম নিয়ে যাবতীয় সমালোচনায় ইতি টানেন। ১২০ বলে ১৩৫ রান করেন। একদিনের ক্রিকেটে নিজের ৫২তম শতরান। তাঁর ব্যাটে ভর করে তিন ম্যাচের সিরিজে এগিয়ে যায় টিম ইন্ডিয়া। টেস্ট এবং টি-২০ থেকে অবসরের পর শুধুমাত্র একদিনের ক্রিকেট খেলেন কোহলি। ভারতের ২০২৭ বিশ্বকাপের পরিকল্পনায় দুই মহাতারকার ভূমিকা নিয়ে চর্চা অব্যাহত। বিশেষ করে অজিত আগরকরের একটি মন্তব্যের পর। বোর্ডের নির্বাচক প্রধান দাবি করেন, শুধুমাত্র ক্রিকেটের এক ফরম্যাটে খেলে ফর্মের শিখরে থাকা যায় না। সেই থেকেই রো-কো জুটির ভবিষ্যৎ নিয়ে জলঘোলা শুরু হয়। আন্তর্জাতিক ক্রিকেটে কোহলির ৮৩তম শতরান আপাতত সেইসব প্রশ্ন বন্ধ করবে।
এবার কোহলির ইনিংসের ভূয়সী প্রশংসায় বীরেন্দ্র শেহবাগ। নিজের এক্স হ্যান্ডেলে বীরু লেখেন, 'বিরাট কোহলি আবার দেখিয়ে দিল ওর কাছে রান করা ততটাই সহজ, যতটা আমাদের কাছে চা বানানো। কোহলি রেকর্ড তাড়া করছে না, কোহলিকে রেকর্ড তাড়া করছে। আজও সমান খিদে, সমান প্যাশন। রাজা রাজাই থাকে।' কয়েকদিন আগে দুই মহাতারকার বিশ্বকাপ ভবিষ্যৎ নিয়ে আগরকরের করা মন্তব্যের যোগ্য জবাব শেহবাগের এই প্রশংসা। দ্বিতীয় উইকেটে ১৩৬ রান যোগ করেন কোহলি এবং রোহিত। ৫৭ রান করেন হিটম্যান। একদিনের ক্রিকেটে নিজের ৬০তম অর্ধশতরান তুলে নেন। ৮ উইকেটে ৩৪৯ রানে শেষ করে ভারত। ঝকঝকে ইনিংসে ৭টি ছয় এবং ১১টি চার মারেন বিরাট। ভারতীয় ইনিংসের দখল ছিল তাঁর হাতে। যদিও শেষপর্যন্ত লড়াই চালিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। তবে শেষ হাসি হাসেন কোহলিরাই।
