আজকাল ওয়েবডেস্ক: রাঁচিতে বিরাট কোহলির ৫২তম ওয়ানডে সেঞ্চুরির পর উঠে দাঁড়িয়েছিল গোটা টিম ইন্ডিয়া ড্রেসিংরুম। সেলিব্রেশনের মুডে ছিলেন ভারতীয় ক্রিকেটাররা।

কিন্তু সেই সময় রোহিত শর্মার একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সেই সময় ড্রেসিং রুমে ঠিক কী বলেছিলেন রোহিত শর্মা? এই নিয়ে ভক্তদের কৌতূহলও কম নয়।

সেই রহস্য অবশেষে ফাঁস করলেন অর্শদীপ সিং। রাঁচিতে কোহলির সেঞ্চুরি উদযাপনের সেই মুহূর্তে রোহিত ও কোহলি দু’জনকেই আবেগপ্রবণ দেখা যায়।

যা দ্রুতই সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রে উঠে আসে। অনেকেই জানতে চাইছিলেন উত্তেজনার সেই সময়ে রোহিত ঠিক কী বলেছিলেন।

রাঁচির ম্যাচে কোহলি খেলেন ১২০ বলে ১৩৫ রানের দুর্দান্ত ইনিংস, যা ভারতের ৩৪৯ রানের বড় রানের ভিত গড়ে দেয়। রোহিত শর্মার সঙ্গে কোহলির দ্বিতীয় উইকেটে ১৩৬ রানের জুটিও ছিল দলের পুঁজি।

মার্কো জানসেনকে বাউন্ডারি মেরে বিরাট শতরান সম্পূর্ণ করতেই মাঠ থেকে শুরু করে ড্রেসিং রুম সব জায়গায় উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।

তখনই ক্যামেরায় ধরা পড়ে রোহিত, অর্শদীপ ও হর্ষিত রানার প্রাণবন্ত প্রতিক্রিয়া। ভক্তদের কৌতুহলের জবাব দিতে গিয়ে অর্শদীপ সিং সরাসরি রোহিতের কথা না বললেও এক জনপ্রিয় ভারতীয় মিম ব্যবহার করে হাসির রোল তুললেন।

ইনস্টাগ্রামে শেয়ার করা এক ভিডিওতে তিনি বলেন, ‘অনেকে জানতে চাইছে রোহিত ভাই কী বলেছিল বিরাট ভাইয়ের সেঞ্চুরির পর। তাই বলে দিচ্ছি, তিনি বলেছিলেন, ‘নীল পরী, লাল পরী, কামরে মে বন্ধ, মুঝে নাদিয়া পসন্দ।’

উল্লেখ্য, রাঁচিতে ৩৪৯ রান ডিফেন্ড করতে নেমে ভারতের বোলিং আক্রমণে কুলদীপ যাদবের চার উইকেটও বড় ভূমিকা রাখে।

তাঁর স্পেলেই দক্ষিণ আফ্রিকা ৩৩২ রানে থেমে যায় এবং ১৭ রানে ম্যাচ জিতে নেয় ভারত। টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর থেকে রোহিত শর্মা ও বিরাট কোহলির আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়ে নানা আলোচনা চলছিল।

তবে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে থাকা এই দুই সিনিয়র ক্রিকেটারকে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের স্কোয়াডে নিশ্চিতভাবেই দেখা যাবে বলে মনে করছেন কৃষ্ণমাচারি শ্রীকান্তও।

এদিকে টেস্টে ফেরার গুঞ্জন উড়িয়ে দিয়ে কোহলি স্পষ্ট জানিয়েছেন, এখন তিনি শুধু ওয়ানডেতে নজর দিচ্ছেন। ভারত–দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ৩ ডিসেম্বর।