আজকাল ওয়েবডেস্ক: টানটান উত্তেজনার মধ্যে দিয়ে শেষ হল ৫১-তম পাওয়ার লিফটিংয়ের পূর্বাঞ্চলীয় চ্যাম্পিয়নশিপ। হাওড়া আন্দুলের পাইল্যা কিশোর ব্যায়াম সমিতির মাঠে গত ১০ ডিসেম্বর শুরু হয়েছিল এই প্রতিযোগিতা। প্রত্যাশানুযায়ী বাংলার দুই ভারোত্তোলক বরানগরের অর্পণ মজুমদার এবং বালির স্নেহা ঘরামী সকলের কেন্দ্রবিন্দুতে ছিলেন।
পুরুষদের বিভাগে ১০৫ কেজি ক্যাটেগরিতে ৮৬২.৫ কেজি তুলে প্রথম হন অর্পণ (স্কোয়াটে ৩৫০ কেজি, বেঞ্চপ্রেসে ২২৫ কেজি এবং ডেডলিফটে ২৮৭.৫ কেজি)।
৭২০ কেজি তুলে এই বিভাগেই দ্বিতীয় হয়েছেন বিহারের বিবেক কুমার গুপ্তা। ১২০ কেজি বিভাগে প্রথম হন বিহারের ভূপেন্দ্র প্রতাপ সিং (৬৪০ কেজি)।
দ্বিতীয় হন ঝাড়খণ্ডের আদিত্য আড়িয়া (৬০০ কেজি)। এছাড়াও ১২০ কেজি প্লাস বিভাগে প্রথম হন বিহারের অবিনাশ কুমার সিং (৭৮০ কেজি) এবং দ্বিতীয় হন ঝাড়খণ্ডের দিবাংশু আনন্দ (৭০০ কেজি)।
অন্যদিকে মহিলাদের ৭৬ কেজি বিভাগে ৫৫০ কেজি তুলে প্রথম হন বাংলার স্নেহা ঘরামী। একই বিভাগে দ্বিতীয় স্থান পান অসমের রাখী শর্মা (২৯০ কেজি)।
৮৪ কেজি বিভাগে ৪৫২.৫ কেজি তুলে প্রথম হন বাংলার সোমা সরকার রায়। ঝাড়খণ্ডের জ্যোতি কুমারী ৩৪৫ কেজি তুলে দ্বিতীয় স্থান দখল করেন।
প্লাস ৮৪ কেজি বিভাগে প্রথম হন বাংলার সুস্মিতা দাস (৪৬৫ কেজি)।
পূর্বাঞ্চলীয় চ্যাম্পিয়নশিপে ব্যক্তিগত সাফল্যের নিরিখে পুরুষ বিভাগে ২টি সোনা, ৩টি রুপো এবং ২টি ব্রোঞ্জ নিয়ে ৬৭ পয়েন্টের সঙ্গে পদক তালিকার শীর্ষে আয়োজক রাজ্য বাংলা। দ্বিতীয় স্থানে বিহার, তাদের দখলে ২টি সোনা, ২টি রুপো এবং ২টি ব্রোঞ্জ পদক নিয়ে ৫৮ পয়েন্টের সঙ্গে দ্বিতীয় স্থানে বিহার এবং ৫০ পয়েন্ট নিয়ে ঝাড়খন্ড তৃতীয় স্থানে।
যাদের দখলে আছে ২টি সোনা, ২টি রুপো এবং ১টি ব্রোঞ্জ।
একই সঙ্গে আয়োজিত হয়েছিল ৫৩-তম রাজ্য চ্যাম্পিয়নশিপের আসরও। পুরুষদের সিনিয়র ১২০ কেজি বিভাগে প্রথম হন কলকাতার মহম্মদ দয়াম সামস (৭০২.৫ কেজি) এবং ৮৩ কেজি বিভাগে ৬৭৫ কেজি ওজন তুলে প্রথম হন কলকাতার আমন মিশ্র (স্কোয়াট ২২৭.৫ কেজি।
বেঞ্চপ্রেস ১৬২.৫ কেজি এবং ডেড লিফট ২৮৫ কেজি) এবং মহিলাদের ৮৪ কেজি প্লাস বিভাগে ৪৯০ কেজি তুলে প্রথম হন উত্তর ২৪ পরগনার মৌমিতা ঘোষ (স্কোয়াট ২০০ কেজি, বেঞ্চপ্রেস ৯৭.৫ কেজি এবং ডেডলিফট ১৯২.৫ কেজি)।
ব্যক্তিগত পদক জয়ের নিরিখে ১২টি সোনা, ১০টি রুপো এবং ৯টি ব্রোঞ্জ নিয়ে পদক তালিকায় শীর্ষে শহর তিলোত্তমা।
দ্বিতীয় স্থানে জলপাইগুড়ি এবং যুগ্ম ভাবে তৃতীয় হয়েছে হাওড়া ও উত্তর ২৪ পরগনা।
আগামী মার্চে কর্ণাটকের মেঙ্গালুরুতে আয়োজিত হবে ক্লাসিক বিভাগের সিনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ এবং আগস্ট মাসে তামিলনাড়ুর কোয়েম্বাটোরে আয়োজিত হচ্ছে ইকুইপড বিভাগের সিনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ।
মূলত সদ্য সমাপ্ত চ্যাম্পিয়নশিপে যাঁরা পদক তালিকায় রয়েছেন, তাঁদেরই জাতীয় চ্যাম্পিয়নশিপের জন্য ডিরেক্ট এন্ট্রির সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন রাজ্য নিয়ামক সংস্থার সেক্রেটারি কানাইলাল দে।
