আজকাল ওয়েবডেস্ক: লিও মেসির পরিচিত ফুটবলারদেরই ভিড় ইন্টার মায়ামিতে।
একসময়ে যাঁরা এলএম ১০-এর সঙ্গে খেলেছেন, তাঁদেরই ঠিকানা ইন্টার মায়ামি।
কোচের রিমোট কন্ট্রোল এখন ম্যাসচেরানোর হাতে। দলে রয়েছেন লুইস সুয়ারেজ, সের্জিও বুস্কেটস এবং জর্ডি আলবা।
এর মধ্যেই খবর, এবার মায়ামির নজরে মেসির সতীর্থ রডরিগো দে পল। নীল-সাদা জার্সিতে মেসির সতীর্থ তিনি।
আর্জেন্টাইন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মায়ামি আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদের আর্জেন্টাইন মিডিওকে।
বছর ৩১-এর আর্জেন্টাইন মিডফিল্ডার যদি মায়ামির প্রস্তাব মেনে নেন, তাহলে আলোচনা হবে স্পেন ও মার্কিন মুলুকের ক্লাবের মধ্যে।
ইন্টার মায়ামি দে পলের অপেক্ষায়। ২০২১ সালের জুলাইয়ে অ্যাটলেটিকো মাদ্রিদে যোগ দেন রড়রিগো দে পল।
আর্জেন্টিনার মাঝমাঠের প্রাণভোমরা তিনি। আর্জেন্টিনার ২০২২ বিশ্বকাপ এবং ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য দে পল।
সেই দে পল যদি মেসির ক্লাবে যোগ দেন, তাহলে মাঝমাঠের ব্রিগেডিয়ার হবেন তিনিই।
