আজকাল ওয়েবডেস্ক: ক্রমশ পিছিয়েই চলেছে আনোয়ার আলির শুনানি। আর তার ফলে মাঠের বাইরে স্বস্তি ইস্টবেঙ্গলে। বুধবার আনোয়ার আলিকে নিয়ে প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির যে শুনানি হওয়ার কথা ছিল, তা পিছিয়ে গেল ১০ নভেম্বর পর্যন্ত। ফলে আসন্ন এএফসি চ্যালেঞ্জ লিগ ও আইএসএলে মহামেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের জার্সি পরে আনোয়ারের খেলতে কোনও সমস্যা রইল না। 

এদিকে ২৬ অক্টোবর থেকে শুরু হচ্ছে এএফসি চ্যালেঞ্জ লিগ। ইস্টবেঙ্গলের সঙ্গে একই গ্রুপে রয়েছে লেবাননের নেজমেহ এসসি, বাংলাদেশের বসুন্ধরা কিংস এবং ভুটানের পারো এফসি। তার পরেই আইএসএলে ৯ নভেম্বর মহামেডান স্পোর্টিংয়ের সঙ্গে ডার্বি রয়েছে লাল-হলুদের। 

এর আগে আনোয়ারের আইনজীবীর অনুপস্থিতির কারণেই শুনানি পিছিয়ে দেওয়া হয়েছিল। তার ফলে আনোয়ার ডার্বিতে নামতে পেরেছিলেন। আনোয়ার থাকলেও ইস্টবেঙ্গলকে ম্যাচ হারতে হয়েছিল।  

মোহনবাগানের চুক্তি বাতিল করে ইস্টবেঙ্গলে সই করায় আগেই আনোয়ারকে শাস্তি দেয় ফেডারেশনের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয় ইস্টবেঙ্গল ক্লাব, আনোয়ার আলি এবং দিল্লি এফসি। আগের সিদ্ধান্ত বাতিল করে নতুনভাবে শুনানির নির্দেশ দেয় দিল্লি হাইকোর্ট। এবারও ১০ নভেম্বর পর্যন্ত পিছিয়ে গেল শুনানি।