আজকাল ওয়েবডেস্ক: আল নাসেরে এসেছিলেন ঢক্কানিনাদের সঙ্গে। এখনও পর্যন্ত ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কিন্তু তাঁর দলকে একটা ট্রফিও দিতে পারলেন না। ট্রফি প্রতীক্ষা আরও বাড়ল রোনাল্ডোর।
সৌদি সুপার কাপের ফাইনালে পৌঁছেছিল আল নাসের। সমর্থকরা ধরেই নিয়েছিলেন এবার ট্রফি আসছে ক্লাবে। কিন্তু বিধি বাম! সৌদি সুপার কাপে পেনাল্টি শুট আউটে হারতে হল রোনাল্ডোর আল নাসেরকে। নির্ধারিত সময়ে খেলার ফল ছিল ২-২। টাইব্রেকারে ৫-৩ ব্যবধানে শেষমেশ হারতে হল রোনাল্ডোদের। তিনটি ফাইনালে উঠেও ট্রফি হাতছাড়া রোনাল্ডোর।
আরও পড়ুন: ম্লান ডায়মন্ডের দ্যুতি, হাফ ডজন গোলে ফের ডুরান্ড নর্থ ইস্টের
২০২৩ সালের জানুয়ারিতে আল নাসেরে আসার পর কেবল আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপ জেতে আল নাসের। তবে সেই টুর্নামেন্টে আমন্ত্রনী বলে বিবেচিত হয় না।ফাইনালে ৪১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে আল নাসেরকে এগিয়ে দেন রোনাল্ডো। আল নাসেরের হয়ে শততম গোল পর্তুগিজ তারকার। চতুর্থ ক্লাবে এই নজির সিআর সেভেনের।
আল আহলিকে সমতায় ফেরান ফ্রাঙ্ক কিসি। ৮২ মিনিটে আল নাসের এগিয়ে যায় ব্রোজোভিচের গোলে। ৮৯ মিনিটে ইবানেজের গোলে সমতা ফেরায় আল আহলি। টাইব্রেকারে ম্যাচ গড়ালে হেরে যায় আল নাসের। রোনাল্ডো সবসময়েই খবর। হেরে গিয়ে খবর। দীর্ঘদিনের বান্ধবী জর্জিনাকে আংটি পরিয়ে দিয়েও শিরোনামে।
জর্জিনার সোশ্যাল মিডিয়ার একটি পোস্ট থেকে তেমনই জানা যায়। জর্জিনা সোশ্যাল মিডিয়ায় রোনাল্ডোর দেওয়া হিরের আংটির ছবি প্রকাশ করে বাগদানের খবর নিশ্চিত করেছেন। আর্জেন্টাইন-স্প্যানিশ এই মডেল পোস্টে সেই ছবি দিয়ে পোস্টে লিখেছেন একটা কথাই, যাতে শোরগোল পড়ে গিয়েছে সারা বিশ্বে। পোস্টে তিনি উত্তর দিয়েছেন ‘হ্যাঁ’।
You can’t do anymore than this.
— EPL LAD (@Epllad)
You’ve been let down.
pic.twitter.com/BONvPp5fmFTweet by @Epllad
এবার রোনাল্ডোর সেই আংটি নিয়ে বেরিয়ে এল নতুন খবর। সেই সঙ্গে তৈরি হল বিতর্কও। প্রকাশ্যে এল রোনাল্ডো ভুল আংটি পরিয়ে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন জর্জিনাকে। একটি সংবাদ মাধ্যমকে জুয়েলারি বিশেষজ্ঞ গার্সিয়া স্যানচেজ বলেছেন, ''বাগদানের জন্য এই আংটি মোটেও উপযুক্ত নয়। অত্যন্ত ভারী। ৪০ ক্যারেটের কাছাকাছি এর ওজন। এত ওজনদার জিনিস সারাদিন পরে থাকা সম্ভব নয়। কোনও অনুষ্ঠানে বা বিশেষ কোনও উৎসবে তা পরা হয়। এটা ভালবাসার প্রতীক নয়। বাগদানের জন্য এই আংটি একেবারেই ঠিক নয়।''
রোনাল্ডো তাঁর দীর্ঘদিনের বান্ধবীকে যে আংটি দিয়েছেন তার মূল্য শুনলে চোখ কপালে উঠবে অনেকেরই। অবশ্য, সিআর সেভেন যা আয় করেন তার কাছে এই আংটির মূল্য কিছুই নয়। জানা যাচ্ছে, অত্যন্ত উচ্চমানের এবং বিরল আকারের এই হীরের আংটির বর্তমান বাজারমূল্য ২০ লক্ষ থেকে ৫০ লক্ষ মার্কিন ডলারের মধ্যে। ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় ১৬.৮ কোটি থেকে ৪২ কোটি টাকা বলে অনুমান করেছেন বিশেষজ্ঞরা। লরেল ডায়মন্ডসের লরা টেলরের মতে, ওই আংটির ন্যূনতম মূল্য ২০ লক্ষ ডলার তো হবেই। আবার, রেয়ার ক্যারাটের সিইও অজয় আনন্দ জানাচ্ছেন, ওই আংটির মূল্য সর্বোচ্চ ৫০ লক্ষ ডলার পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন:হতে পারতেন বড় চাকুরে, ইস্টবেঙ্গলের প্রাক্তন তারকা ডুরান্ড ফাইনালে থামিয়ে দিলেন 'বন্ধু' জবির দৌড়
