আজকাল ওয়েবডেস্ক: দলীপ ট্রফিতে খেলছেন না শুভমান গিল। তিনি অসুস্থ। এশিয়া কাপের আগে তাই আর ঝুঁকি নিতে চায় না ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তাঁকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) চিকিৎসকরা। তাঁর অনুপস্থিতিতে উত্তরাঞ্চলকে নেতৃত্ব দিতে পারেন অঙ্কিত কুমার।
এটা ঘটনা, এশিয়া কাপ খেলতে যাওয়ার আগে দলীপ ট্রফি খেলার কথা ছিল শুভমানের। তাঁকে অধিনায়ক করে দল ঘোষণা করেছিলেন উত্তরাঞ্চলের নির্বাচকরা। কিন্তু অসুস্থতার কারণে খেলতে পারবেন না তিনি। এই পরিস্থিতিতে দল এবং অধিনায়ক পরিবর্তন করতে হচ্ছে উত্তরাঞ্চলকে। নতুন অধিনায়কের নাম এখনও ঘোষণা করেননি উত্তরাঞ্চলের নির্বাচকেরা। কয়েক জনের নাম নিয়ে আলোচনা হচ্ছে। দৌড়ে অবশ্য এগিয়ে রয়েছেন হরিয়ানার টপ অর্ডার ব্যাটার অঙ্কিত। দল ঘোষণার সময় অঙ্কিতকে সহ–অধিনায়ক করা হয়েছিল। ২৭ বছরের ব্যাটারের ৩৬টি প্রথম শ্রেণির ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে।
আরও পড়ুন: কাস্টমসের কাছে হেরে সুপার সিক্সের রাস্তা আরও কঠিন হল মোহনবাগানের ...
উত্তরাঞ্চলের এক কর্তা একটি বলেছেন, ‘দলীপ ট্রফিতে শুভমানের খেলার সম্ভাবনা নেই। দল ঘোষণার পর বিষয়টি জানা গিয়েছে। এই পরিস্থিতিতে দলকে কে নেতৃত্ব দেবে, তা নিয়ে আলোচনা করছেন নির্বাচকরা।’ প্রসঙ্গত, ২৮ সেপ্টেম্বর থেকে বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের উৎকর্ষ কেন্দ্রে শুরু হবে দলীপ ট্রফি।
শুভমানের পরিবর্ত হিসাবে দলে নেওয়া হয়েছে তরুণ ব্যাটার শুভম রোহিল্লাকে। দলে রয়েছেন অর্শদীপ সিং এবং হর্ষিত রানা। তাঁরা দু’জনেই এশিয়া কাপ খেলতে যাওয়ার আগে দলীপ ট্রফির একটি ম্যাচ খেলবেন। তাই অধিনায়কের নাম ঘোষণার ক্ষেত্রে কিছুটা সময় নিচ্ছেন নির্বাচকেরা। তবে প্রথম থেকেই সহ–অধিনায়কের দায়িত্ব পাওয়া অঙ্কিতই এগিয়ে রয়েছেন দৌড়ে। শুভমানের অনুপস্থিতিতে অর্শদীপ বা রানার কথা ভাবা হচ্ছে না। কারণ, প্রতিযোগিতার দ্বিতীয় ম্যাচ থেকে অর্শদীপ, হর্ষিতকে পাওয়া যাবে না। বার বার অধিনায়ক পরিবর্তন করতে চাইছেন না নির্বাচকরা। দ্বিতীয় ম্যাচ থেকে অর্শদীপের পরিবর্তে গুরনুর ব্রার এবং হর্ষিতের বদলে অনুজ থাকরাল উত্তরাঞ্চল দলে ঢুকবেন।
ঘরোয়া ক্রিকেটে হরিয়ানার হয়ে খেলেন অঙ্কিত। ৩৬ ম্যাচে এখনও অবধি করেছেন ২১৫১ রান।
আরও পড়ুন: এশিয়া কাপের আগে চাপে গম্ভীর, আইনের মারপ্যাঁচে দলের সঙ্গে যাওয়া না আটকে যায় হেড কোচের...
এদিকে, এশিয়া কাপের আগে রানের মধ্যে রয়েছেন সঞ্জু স্যামসন। কেরালা ক্রিকেট লিগে ফের শিরোনামে তিনি। এবার এক বলে ১৩ রান নেওয়ার জন্য। এশিয়া কাপের আগে সঞ্জু স্যামসন কিন্তু চমকে দিচ্ছেন। ম্যাচটা ছিল কোচি ব্লু টাইগার্স বনাম ত্রিচুড় টাইটান্সের সঙ্গে। পঞ্চম ওভারের চতুর্থ বলে ছক্কা হাঁকান সঞ্জু। সেই ডেলিভারি ছিল নো বল। পরের বলটাও ডিপ মিড উইকেটের উপর দিয়ে ছক্কা হাঁকান স্যামসন। সঞ্জু এক বলে ১৩ রান নিলেন এভাবেই।
কোচি ব্লু টাইগার্সের সঞ্জু ৪৬ বলে ৮৯ রান করেন। চারটি বাউন্ডারি ও ৯টি বিশাল ছক্কা হাঁকান তিনি। এর আগের ম্যাচে সঞ্জু স্যামসন ৫১ বলে ১২১ রান করেন। আর সেই কারণে ২৩৬ রান টপকে যায় কোচি। তবে এশিয়া কাপে সঞ্জু ওপেন করবেন কিনা তা নিয়ে থাকছে প্রশ্ন।
