আজকাল ওয়েবডেস্ক: জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন অনিরুদ্ধ থাপা। সাত পাকে বাঁধা পড়লেন মোহনবাগানের তারকা ফুটবলার। বর্তমানে বিরতি চলছে। কোনও টুর্নামেন্ট নেই। সুপার কাপের পর লম্বা ব্রেক। আইএসএল কবে শুরু হবে জানা নেই। তাই ফুটবল ক্যালেন্ডার স্পষ্ট হওয়ার আগে অনির্দিষ্টকালের জন্য মোহনবাগানের প্র্যাকটিস বন্ধ আছে। এই ফাঁকে বিয়ের পিঁড়িতে বসে পড়লেন থাপা। বুধবার মোহনবাগানের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে তাঁকে অভিনন্দন জানানো হয়। তাঁকে শুভেচ্ছা জানায় সবুজ মেরুন সমর্থকরা। গতকাল তাঁর গায়ে হলুদের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এদিন বিয়ের ছবি এবং ভিডিও নিজেদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মোহনবাগান।
জুয়ান ফেরান্দোর আমলে মোহনবাগানে যোগ দেন অনিরুদ্ধ। ২০২৩ সালে পাঁচ বছরের জন্য কলকাতার প্রধানের সঙ্গে চুক্তি হয় দেশের অন্যতম সেরা মিডফিল্ডারের। তার আগে চেন্নাইন এফসিতে পাঁচ বছর কাটান। জাতীয় দলেও নির্ভরযোগ্য ভূমিকা পালন করেন। কিন্তু বর্তমানে খালিদ জামিল মোহনবাগানের ফুটবলারদের বাদ দেওয়ায়, জাতীয় দলে ব্রাত্য হয়েছেন থাপা। গত বছরের শেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মনবীর সিং। কয়েকদিন আগেই বাবা হন। সোশ্যাল মিডিয়ায় পুত্র সন্তানের জন্মের খবর দেন। তার আগের বছর বিয়ের পিঁড়িতে বসেন সাহাল আব্দুল সামাদ। এবার সতীর্থদের পদাঙ্ক অনুসরণ করলেন অনিরুদ্ধ। দীর্ঘদিনের বান্ধবীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। তাঁকে শুভেচ্ছা জানায় মোহনবাগান সমর্থকরা।
