আজকাল ওয়েবডেস্ক: কলকাতা নাইট রাইডার্সের হয়ে ক্যামেরুন গ্রিনকে ওপেন করতে দেখতে চান অনিল কুম্বলে। আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামী বিদেশির তকমা পেয়েছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার। ভেঙে ফেলেন মিচেল স্টার্কের রেকর্ড। সার্বিকভাবে আইপিএলে সবচেয়ে দামী ক্রিকেটারদের তালিকায় তিন নম্বরে গ্রিন। তার আগে রয়েছেন ঋষভ পন্থ এবং শ্রেয়স আইয়ার। ২০২৩ সালে আইপিএলে হাতেখড়ি হয় তাঁর। ১৭.৫ কোটিতে গ্রিনকে কিনেছিল মুম্বই ইন্ডিয়ান্স। গতবছর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেন।
আইপিএলের অন্যতম সেরা অলরাউন্ডারদের মধ্যে রয়েছেন ক্যামেরুন গ্রিন। সাধারণত মিডল অর্ডারে ব্যাট করেন। ভাল ফিনিশার। কিন্তু এবার তাঁকে ওপেনার হিসেবে দেখতে চান অনিল কুম্বলে। তিনি বলেন, 'আমি কেকেআরে ওকে ওপেনার হিসেবে দেখতে চাই। আমার মনে হয়, কেকেআরে ফিনিশার আছে। ওদের রিঙ্কু সিং আছে। আমার মনে হয় আগের বছর নিজেদের অস্ত্রগুলো ঠিকমতো ব্যবহার করতে পারেনি। যেবার চ্যাম্পিয়ন হয়েছিল, সেবারও দল আগেরবারের মতো ছিল। শুধু শ্রেয়স আইয়ার এবং মিচেল স্টার্ক ছিল না। রমনদীপ সিং, রোভমান পাওয়েল, রিঙ্কু সিংরা পাঁচ, ছয় এবং ফিনিশারের ভূমিকার জন্য আদর্শ। আমার মনে হয়, সেই জায়গায় ওদের ক্যামেরুন গ্রিনকে প্রয়োজন পড়বে না। আমি ওকে টপ অর্ডারে দেখতে চাই। হয় ওপেনিংয়ে, বা তিন নম্বরে। সুনীল নারিনকে ফ্লোটার হিসেবে ছয় বা সাত নম্বরে নামানো যেতে পারে।'
২৫.২০ কোটিতে কেনা হলেও মাত্র ১৮ কোটি পাবেন গ্রিন। নতুন নিয়ম অনুযায়ী, এবার দর বেঁধে দেওয়া হয়েছে। কোনও বিদেশি প্লেয়ারকে ১৮ কোটির বেশি দিয়ে কেনা যাবে না। অতিরিক্ত অর্থ প্লেয়ারদের কল্যাণের জন্য ব্যবহার করবে বিসিসিআই। নাইটদের দলে নাম লেখানোর কয়েক মিনিটের মধ্যেই সমর্থকদের জন্য ভিডিও বার্তা দেন গ্রিন। জানান, ক্রিকেটের নন্দনকাননে নামার জন্য তর সইছে না তাঁর। ক্যামেরুন গ্রিন বলেন, 'আসন্ন আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের অঙ্গ হতে পেরে আমি উল্লসিত। ইডেনে নামার জন্য উদগ্রীব। পরিবেশের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে চাই। আশা করছি আমাদের জন্য মরশুমটা খুবই ভাল যাবে। শীঘ্রই দেখা হবে। আমি কেকেআর।' দু'বছর ধরে আইপিএল খেলছেন গ্রিন। মুম্বই ইন্ডিয়ান্সে হাতেখড়ি হয়। আগের বছর খেলেন আরসিবিতে। চ্যাম্পিয়ন হন। এবার কি ভূমিকা বদলাবে? কুম্বলের বার্তা কি পৌঁছবে নাইট শিবিরে? সেটা জানার জন্য অপেক্ষা করতে হবে।
