আজকাল ওয়েবডেস্ক: প্রাক্তন দলের বিরুদ্ধে গোল করার পরে অনেকেই কিন্তু উদযাপন করেন না। পুরনো ক্লাব, পুরনো ক্লাবের সমর্থকদের জন্যই এমনটা করে থাকেন সংশ্লিষ্ট ফুটবলাররা। 

ক্লাব বিশ্বকাপে বোকা জুনিয়র্স ও বেনফিকার মধ্যে খেলাটি ২-২ গোলে শেষ হয়। সেই ম্যাচেই আর্জেন্টিনার তারকা ফুটবলার অ্যাঞ্জেল দি মারিয়াকে একই কাজ করতে দেখা গিয়েছে। অনেকেই মনে করেছেন তিনি হয়তো ক্ষমা চেয়ে নিয়েছেন বোকা জুনিয়র্সের সমর্থকদের কাছে। 

কিন্তু দি মারিয়া কখনওই খেলেননি বোকার হয়ে। তিনি খেলেছেন রোজারিও সেন্ট্রালের হয়ে। নিজে আর্জেন্টাইন হওয়ায় কি আর্জেন্টিনার দর্শকদের কাছে ক্ষমা চেয়ে নিলেন? 

উত্তর দিয়ে কৌতূহল দূর করেছেন স্বয়ং মারিয়া। তিনি বলেছেন, ''পরিবারের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছি। সবাই বলছে যে আমি ক্ষমা চাইছি। কিন্তু না, ক্ষমা চাইনি।'' মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ম্যাচের ২৭ মিনিটের মধ্যে দু' গোল হজম করে চাপে পড়ে গিয়েছিল বেনফিকা। 

আর্জেন্টাইন ক্লাবের বিরুদ্ধে পর্তুগিজ ক্লাবটিকে ম্যাচে ফেরান দুই আর্জেন্টাইন। প্রথমার্ধের অ্যাডেড টাইমে ব্যবধান কমান দি মারিয়া। মারিয়ার সতীর্থ ওতামেন্দি সমতা ফেরান ম্যাচে।