আজকাল ওয়েবডেস্ক:‌ ২৪ ঘণ্টারও কম সময়ে দু’‌দেশের মাঠে ক্রিকেট খেলতে নেমে পড়লেন আন্দ্রে রাসেল। আবুধাবি নাইট রাইডার্সের হয়ে খেলার ২৪ ঘণ্টারও কম সময়ে রংপুর রাইডার্সের হয়ে মাঠে নেমে পড়লেন আন্দ্রে রাসেল। কয়েক ঘণ্টার ব্যবধানে দু’দেশের দু’টি টি২০ লিগের ম্যাচে নামলেন রাসেল। তবে সাফল্য পেলেন না। 


২ ফেব্রুয়ারি, রবিবার রাতে আবুধাবির আইএলটি২০–তে আবুধাবি নাইট রাইডার্সের হয়ে খেলেন রাসেল। ৩ ফেব্রুয়ারি, সোমবার সকালের বিমানে বাংলাদেশে চলে আসেন। দুপুরেই মিরপুরের মাঠে নেমে পড়েন রংপুর রাইডার্সের জার্সি পরে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের এলিমিনেটর পর্বের ম্যাচে খুলনা টাইগার্সের বিরুদ্ধে তিনি করেন ৯ বলে ৪ রান। তাঁর দল ম্যাচটি হেরে যায়। এদিকে, রবিবার রাতে দুবাই ক্যাপিটালসের বিরুদ্ধেও রান পাননি রাসেল। আবুধাবি নাইট রাইডার্সের হয়ে ১ বলে শূন্য রানে আউট হন তিনি।


এটা ঘটনা কিছুদিন ধরেই ফর্মে নেই রাসেল। আইএলটি২০–তে ১০টি ম্যাচ খেলে করেছেন ১৩০ রান। তবে আগামী আইপিএলেও কেকেআরের অন্যতম ভরসা এই অলরাউন্ডার। সম্প্রতি অবশ্য টি২০ ক্রিকেটে ৯ হাজার রান পূর্ণ করেছেন রাসেল।