আজকাল ওয়েবডেস্ক:‌ ক্রিকেটাররা নাকি নগ্ন ছবি পাঠাত!‌ এমনই অভিযোগ করেছেন দেশের প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় বাঙ্গারের মেয়ে অনয়া। যিনি গতবছর লিঙ্গ পরিবর্তন করে পুরুষ থেকে মহিলা হয়েছেন। 


প্রসঙ্গত, আইপিএলে কিংস পাঞ্জাবের ‘‌হেড অফ ক্রিকেট’‌ সঞ্জয় বাঙ্গার। তাঁর মেয়ে অনয়া জানিয়েছেন লিঙ্গ পরিবর্তনের পর তাঁকে কতটা অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছিল। দাবি বেশ কয়েক জন ক্রিকেটার তাঁদের নগ্ন ছবি পাঠাতেন অনয়াকে। এমনকি এক জন প্রাক্তন ক্রিকেটার যৌন সম্পর্কের প্রস্তাবও নাকি দিয়েছিলেন। 


এক ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে অনয়া বলেছেন, ‘‌অনেকের সাহায্য যেমন পেয়েছি, তেমনই অনেক হেনস্থার শিকারও হয়েছি। বেশ কিছু ক্রিকেটার নগ্ন ছবি পাঠাত। এক জন সকলের সামনে গালিও দিয়েছিলেন। সেই তিনিই আবার আমার পাশে বসে আমার সঙ্গে ছবিও তুলতে চেয়েছিলেন।’‌ 


কর্মসূত্রে অবশ্য বেশির ভাগ সময় ইংল্যান্ডে থাকেন অনয়া। মাঝে একবার ভারতে এসেছিলেন। সেই অভিজ্ঞতাও খুব একটা ভাল ছিল না অনয়ার। তাঁর কথায়, ‘‌সম্প্রতি ভারতে গিয়েছিলাম। এক প্রাক্তন ক্রিকেটারকে নিজের কথা বলেছিলাম। তিনি আমাকে বলেন, গাড়ির মধ্যে চলো, তোমার সঙ্গে শুতে চাই।’‌ 


পুরুষ হিসাবে ক্রিকেট খেলার সময় মুশির খান, সরফরাজ খান, যশস্বী জয়েসওয়ালদের সঙ্গে খেলেছিলেন তিনি। জাতীয় দলে খেলার স্বপ্ন দেখতেন। কিন্তু লিঙ্গ পরিবর্তন করার পর জাতীয় দলে খেলার স্বপ্ন শেষ হয়ে গিয়েছে অনয়ার। তাঁর কথায়, ‘‌যখন বয়স আট কী নয়। তখন মায়ের আলমারি থেকে টেনে টেনে পোশাকগুলো বার করতাম। সেগুলো পরতামও। তার পর আয়নায় নিজেকে দেখতাম। মনে মনে বলতাম, আমি মেয়ে। মেয়ে হতে চাই।’‌ 


এখন ম্যাঞ্চেস্টারে থাকেন অনয়া। ২০২১ সালে তিনি সিদ্ধান্ত নেন লিঙ্গ পরিবর্তন করাবেন।