আজকাল ওয়েবডেস্ক: রবি শাস্ত্রী ও অমৃতা সিংয়ের প্রেম নিয়ে একসময়ে মুখর ছিল বলিউড। ক্রিকেটের লোকগাথায় ঢুকে গিয়েছে এই দু'জনের প্রেম।
প্রাক্তন প্রেমিকা অমৃতা সিংকে নিয়ে রবি শাস্ত্রীর করা একটি পুরনো মন্তব্য ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।
সেই ভিডিওয় রবি শাস্ত্রী বলেন, ''আমার গার্লফ্রেন্ড অমৃতা সিংয়ের সঙ্গে প্রথম যেদিন দেখা করি ---সিনেমায় ওকে দেখে থাকবেন...মুম্বইয়ের একটি রেস্তরাঁয় প্রথম দেখা হয়েছিল। প্রথম দশ মিনিট আমি একটা কথাও বলতে পারিনি। মহিলাদের দেখলে আমি লাজুক হয়ে যেতাম কিন্তু আমি যে কথা বলার সুযোগই পাব না, সেটা বুঝতে পারিনি। দশ মিনিট অমৃতা একাই কথা বলে গেল। এটা আমার কাছে সবচেয়ে অস্বস্তিকর মুহূর্ত।''
দু' জনের প্রেম কিন্তু বিয়ে পর্যন্ত গড়ায়নি। শোনা যায়, অমৃতাকে শাস্ত্রী শর্ত দিয়েছিলেন, বিয়ের পরে অভিনয় বা মডেলিং করা চলবে না। শাস্ত্রীর সেই শর্ত মানেননি অমৃতা। সম্পর্কের ইতি হয়ে যায় সেখানেই।
রবি শাস্ত্রী ও অমৃতা সিংয়ের জীবন বয়ে যায় দুই অভিমুখে। পরে অমৃতা সিং বিয়ে করেন সইফ আলি খানকে। সেই বিয়েও টেকেনি। ক্রিকেট রসিকদের কাছে শাস্ত্রী ও অমৃতার প্রেম নিয়ে এখনও চর্চা হয়। পুরনো সেই ভিডিও উসকে দেয় তাঁদের প্রেমকাহিনিকে।
