আজকাল ওয়েবডেস্ক: এশিয়া কাপ ফাইনালের আগে মাঠে এবং মাঠের বাইরে তুমুল ট্রোলিংয়ের মুখে পড়েছে পাকিস্তান। বলিউড অভিনেতা অভিষেক বচ্চন রীতিমতো রসিকতার ছলে পাকিস্তান ক্রিকেট দলকে কটাক্ষ করে বসেন!
প্রাক্তন পাকিস্তান পেসার শোয়েব আখতার এক লাইভ টেলিভিশন শো-তে বড়সড় ভুল করে বসেছিলেন। ভারতের তরুণ ওপেনার অভিষেক শর্মার নামের জায়গায় মুখ ফসকে তিনি বলে ফেলেন 'অভিষেক বচ্চন।'
আরও পড়ুন: 'ওই যে ট্রফি চোর নকভি', ছিলেন পাক মন্ত্রী, হয়ে গেলেন বড় বদনাম
এশিয়া কাপ ফাইনালে অভিষেক শর্মা সেরা ছন্দে ধরা দেননি। দ্রুত আউট হয়ে ফেরেন তিনি। তবুও ভারতের জিততে সমস্যা হয়নি। পাকিস্তানকে হারিয়ে ভারত এশিয়া সেরা হয়। এবার সেই আগের ঘটনার প্রসঙ্গ ধরে অমিতাভ বচ্চন আসরে নামলেন। আর তিনি নামা মানেই ওভার বাউন্ডারি। শোয়েবকে চরম কটাক্ষ করে বললেন, ''আমরা জিতেছি। অভিষেক বচ্চন দুর্দান্ত খেলেছো। ওদিকে মুখ ফসকে গিয়েছিল...আর ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং না করেও শত্রুপক্ষকে ধুয়ে দিলে। সবাই বাকরুদ্ধ। জয় হিন্দ, জয় ভারত, জয় মা দুর্গা।''
ক্রিকেট বিশ্লেষণমূলক অনুষ্ঠান ‘গেম অন হ্যায়’-তে শোয়েব ভুল করে অভিষেক বচ্চন বলে ফেলেছিলেন। পাকিস্তানের এশিয়া কাপ ফাইনালে যাওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছিল। ঠিক তখনই শোয়েব বলেন, ''যদি পাকিস্তান অভিষেক বচ্চনকে তাড়াতাড়ি আউট করতে পারে, তাহলে কী হবে তাদের মিডল অর্ডারের?''
এ কথা শুনেই হাসির রোল ওঠে স্টুডিওতে। উপস্থিত সঞ্চালক ও অতিথিরা সঙ্গে সঙ্গে তাঁকে সংশোধন করে বলেন, ''বচ্চন নন, অভিষেক শর্মা!'' কিন্তু ততক্ষণে ক্লিপটি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
এশিয়া কাপ ফাইনালে অবশ্য অভিষেক জ্বলে উঠতে পারেননি। একসময়ে পাকিস্তানের রান তাড়া করতে নেমে ভারত চাপে পড়ে গিয়েছিল। কিন্তু তিলক ভার্মা একা ক্রিজে দাঁড়িয়ে থেকে ভারতকে জয় এনে দেন।
টানটান উত্তেজনার ফাইনালের শেষেও রইল টানটান নাটক। পাকিস্তানকে চরম শিক্ষা দিল ভারতীয় ক্রিকেটাররা। দুবাইয়ের রাতে সূর্যোদয়ের এক ঘণ্টা পরে শুরু হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। মঞ্চে তখন ছিলেন এশিয়ান ক্রিকেট কাউন্সিল ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নকভি। কিন্তু ভারতীয় ক্রিকেটারদের ধর্নুভাঙা পণ। কিছুতেই নকভির হাত থেকে তাঁরা ট্রফি নেবেন না। শেষমেশ চূড়ান্ত অসম্মানিত-অপমানিত নকভি ট্রফি নিয়েই চলে গেলেন। ভারতীয় ক্রিকেটাররা ট্রফি ছাড়াই উদযাপন করেন।
পাক ক্রিকেটারদের রানার্স আপের মেডেল দেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সেই সঙ্গে রানার্স আপের চেক দেন নকভি ও আমিনুল। ভারতীয় ক্রিকেটাররা পুরস্কার গ্রহণ করেন অন্য অতিথির হাত থেকে। ভারতীয় দল নকভির হাত থেকে চ্যাম্পিয়নের ট্রফি নিতে অস্বীকার করায় মঞ্চ থেকেই নেমে যান নকভি। তিনি যে আবার পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রীও।
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কর্তারা জানান, নকভি ট্রফি হাতে নিয়ে পালিয়েছেন। নকভি মঞ্চ থেকে নেমে যাওয়ার পর ভারতীয় ক্রিকেটাররা ট্রফি ছাড়াই ছবি তোলেন।
