আজকাল ওয়েবডেস্ক: মুস্তাফিজুর রহমানকে নিয়ে তুমুল বিতর্ক। আইপিএল থেকে বাদ পড়ার পরে তাঁকে নিয়ে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, স্মরণকালের মধ্যে এমন ঘটনা হয়েছে কিনা মনে করা কঠিন।
মুস্তাফিজুরকে নিয়ে সৃষ্ট বিতর্কের আবহে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে তারা ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে না। ভেন্যু বদলানোর জন্য আইসিসি-র কাছে অনুরোধ করবে বিসিবি।
বাংলাদেশের তারকা পেসারকে নিয়ে উদ্ভুত বিতর্কের মধ্যেই টি-টোয়েন্টি ফরম্যাটে ৪০০ উইকেট নিয়ে নজির গড়েছেন তিনি।
৩১৫ নম্বর ম্যাচে মুস্তাফিজুর চারশো উইকেটের মাইলস্টোন ছুঁয়েছেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচে রংপুর টাইগার্সের মুখোমুখি হয়েছিল সিলেট টাইটান্স। রংপুরের জার্সিতে মুস্তাফিজুর ৪ ওভার হাত ঘুরিয়ে ২৪ রানের বিনিময়ে তিনটি উইকেট নেন। মেহদি হাসান মিরাজকে আউট করে চারশো উইকেটের মাইলফলক ছোঁন। টি-টোয়েন্টি ফরম্যাটে মুস্তাফিজুরের উইকেট সংখ্যা ৪০২। চারটি উইকেট নিয়েছেন ছ'বার। পাঁচ উইকেট নেন চারবার।
সেই মুস্তাফিজুর রহমানকে নিয়েই দুই প্রতিবেশি দেশের সম্পর্কের বরফ আরও জমল। শুধুমাত্র খেলার মাঠের মধ্যেই মুস্তাফিজুর রহমান আর সীমিত নন। তাঁকে কেন্দ্র করেই বাংলাদেশ এখন রণং দেহি মেজাজে।
বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা ডা. আসিফ নজরুল গর্জে উঠেছেন সোশ্যাল মিডিয়ায়।
মুস্তাফিজুরকে বাদ দেওয়ার প্রেক্ষিতে সোশ্যাল মিডিয়ায় আসিফ নজরুল লিখেছেন, ''আমরা কোনও অবস্থাতেই বাংলাদেশের ক্রিকেট, ক্রিকেটার ও বাংলাদেশের আবমাননা মেনে নেব না। গোলামির দিন শেষ।''
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সিদ্ধান্তের বিরুদ্ধে সরাসরি প্রতিবাদ জানিয়েছে তারা। সরকারের মনোভাব বুঝতে পেরে বিসিবিও সিদ্ধান্ত বদল করে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ারই সিদ্ধান্ত নিয়েছে।
ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ''বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। আজ এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভারতের ক্রিকেট বোর্ডের উগ্র সাম্প্রদায়িক নীতির প্রেক্ষিতে গৃহীত এই সিদ্ধান্তকে স্বাগত জানাই।''
