আজকাল ওয়েবডেস্ক: কথায় বলে, বাপ কা বেটা, সিপাহী কা  ঘোড়া...। লিও মেসির দেখানো পথ ধরেই কি এগোচ্ছে তাঁর তিন ছেলে! 

দিনকয়েক আগেই খবর হয়েছিল মেসির ছেলে একাই ১১ গোল করেছে। তার পরেই আবার খবর ছড়ায় সেই খবর ভুয়ো। 

এবার খবর একই দিনে মেসির তিন ছেলে ট্রফি জিতেছে। মেসি খেলছেন ইন্টার মায়ামির হয়ে। তাঁর তিন ছেলে ইন্টার মায়ামির বয়সভিত্তিক দলের হয়ে খেলে। 

বড় ছেলে থিয়াগো মেসি অনূর্ধ্ব ১৩ দলের হয়ে ওয়েস্টন কাপে চ্যাম্পিয়ন হয়েছে। মাতেও মেসি অনূর্ধ্ব ১১ দলের হয়ে খেতাব জিতেছে। আর ছোট ছেলে চিরো মেসি খুদে দলের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে। তিন ছেলের হাতে ট্রফি এবং মেডেল, এমন ছবি পোস্ট করেছেন মেসির স্ত্রী আন্তোনেলা। 

এদিকে মেসির ছোট ছেলে চিরো মেসির গোলের একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বাবার মতো চিরো বাঁ পায়ের খেলোয়াড় নয়। ডান পায়ে বল ধরে চিরো মেসি দু'জন খেলোয়াড়কে বোকা বানিয়ে দুর্দান্ত এক গোল করেন। সেই গোল ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। 
 

 

?ref_src=twsrc%5Etfw">February 17, 2025

প্রায় সব খেতাবই জেতা হয়ে গিয়েছে লিও মেসির। কেরিয়ারের প্রায় সায়াহ্নে পৌঁছে গিয়েছেন তিনি। কেরিয়ারের এই শেষ প্রান্তে পৌঁছেও মেসি সবুজ মাঠে ছড়িয়ে দিচ্ছেন এক মুঠো সোনালি রোদ্দুর। তাঁর ছেলেরাও বাবার দেখানো পথ ধরেই এগোচ্ছে।