আজকাল ওয়েবডেস্ক: ভারতের তারকা পেসার মহম্মদ শামির মেয়ের হোলি উদযাপন নিয়ে ফের বিতর্কের সৃষ্টি করলেন অল ইন্ডিয়া মুসলিম জামাতের সভাপতি মাওলানা শাহাবুদ্দিন রিজভী। তাঁর দাবি, শামির মেয়ে যদি সব বুঝেও হোলি খেলে থাকে তবে তা শরিয়ত বিরোধী এবং ইসলাম ধর্মের নিয়মের বিরুদ্ধে।
এক ভিডিও বার্তায় রিজভী জানিয়েছেন, 'সামির মেয়ে যদি ছোট হয় এবং না বুঝে হোলি খেলে, তবে সেটা অপরাধ নয়। কিন্তু যদি বুদ্ধিমান হওয়ার পর, সব জেনেও হোলি খেলে, তবে তা শরিয়তের বিরুদ্ধে।'
উল্লেখ্য, এর আগে সামির বিরুদ্ধে সরব হয়েছিলেন রিজভী। দুবাইতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচ চলাকালীন জল পান করায় সামিকে সমালোচনা করেছিলেন তিনি। তাঁর দাবি ছিল, রমজান মাসে রোজা চলাকালীন জল পান করায় অপরাধ করেছেন সামি। বাবার পর এবার মেয়ের হোলি খেলার বিষয়টি নিয়ে ফের বিতর্ক তৈরি করলেন তিনি।
রিজভী বলেন, 'সামি এবং তাঁর পরিবারের সদস্যদের আমি আবেদন জানিয়েছি, শরিয়তের বাইরে কিছু করবেন না এবং সন্তানদেরও তা করতে দেবেন না। হোলি হিন্দুদের জন্য একটি বড় উৎসব, কিন্তু মুসলিমদের এটা পালন করা উচিত নয়।'
তবে এই বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া জানায়নি সামির পরিবার।
