আজকাল ওয়েবডেস্ক: উইলোগাছ উল্লেখযোগ্য হারে কমছে কাশ্মীরে। অনেকের মতে, বিলুপ্তির পথে উইলোগাছ। তার ফলে কাশ্মীরে ব্যাট তৈরির সঙ্গে যুক্ত ৪০০ কারখানার প্রায় দেড় লক্ষ কারিগরের জীবিকা নিয়ে তৈরি হয়েছে আশঙ্কা। সেই সঙ্গে বিশ্বজুড়ে ব্যাটের জোগানও কমতে চলেছে। পরিস্থিতি কিন্তু মোটেও সুবিধার নয়।
বিশ্বজুড়ে জনপ্রিয়তা বহুগুণে বেড়েছে ক্রিকেটের। সেই সঙ্গে চাহিদা বেড়ে চলেছে ব্যাটেরও। কিন্তু কাশ্মীরের বিখ্যাত উইলোগাছ বিলুপ্তির পথে যাওয়ায় পর্যাপ্ত ব্যাট তৈরি করা সম্ভব হচ্ছে না। সেই সঙ্গে কর্মচারীরাও কাজ হারানোর ভয় পেতে শুরু করে দিয়েছেন। সংবাদ সংস্থা এএনআই এমনটাই লিখেছে এক প্রতিবেদনে।
কাশ্মীরে ব্যাট প্রস্তুত কারখানায় স্থানীয় শ্রমিকের পাশাপাশি উত্তর প্রদেশ ও পাঞ্জাবের শ্রমিকরাও কাজ করেন। কাশ্মীরের অর্থনীতিতেও বড় ভূমিকা রয়েছে ব্যাট-শিল্পের। স্থানীয় অর্থনীতিতে প্রায় ৭০০ কোটি টাকার অবদান রয়েছে। বর্তমান পরিস্থিতি চলতে থাকলে স্থানীয় অর্থনীতি অচল হয়ে পড়বে। সেই কারণেই ব্যাট শিল্পের সঙ্গে জড়িত সংশ্লিষ্ট কর্তাব্যক্তিরা উইলোগাছ সংরক্ষণের দাবি তুলছেন।
কাশ্মীরের ক্রিকেট ব্যাট প্রস্তুতকারক সংস্থার মুখপাত্র ফাওজুল কবির বলেন ''২৫ গুণের বেশি বৃদ্ধি হয়েছে ব্যাটশিল্প। কিন্তু বর্তমান চাহিদার মাত্র ১০ থেকে ১৫ শতাংশ পূরণ করতে পারছি আমরা। ফলে চাহিদা অনুযায়ী ব্যাট বানানো সম্ভব হচ্ছে না আমাদের পক্ষে। বেশ কয়েকবছর ধরেই ব্যাট বানানোর কাঁচামাল কমে যাচ্ছে। বলা ভাল তা বিলুপ্তির পথে।''
আশঙ্কিত ফাওজুল কবির এক নিঃশ্বাসে বলেছেন, ''কাঁচামাল জোগান কমে যাওয়ায় ব্যাটশিল্পে ব্যাপক প্রভাব ফেলেছে। আগামী পাঁচ বছরের মধ্যে শুধু কাঁচামালের অভাবেই এই ইন্ডাস্ট্রি না আবার ধ্বংস হয়ে যায়, এই ভয় আমরা পেতে শুরু করে দিয়েছি।''
