আজকাল ওয়েবডেস্ক: টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে তখন রান তাড়া করছে দক্ষিণ আফ্রিকা। স্ট্রাইকে হেনরিক ক্লাসেন। জিততে গেলে দক্ষিণ আফ্রিকাকে ৩৬ বলে করতে হত ৫৪ রান। ১৫ তম ওভারে করতে গিয়েছিলেন অক্ষর প্যাটেল। সেই ওভারে অক্ষরকে ২৪ রান মারেন ক্লাসেন। আর তারপরেই অনেকে ধরে নিয়েছিলেন যে আরও একটা ফাইনাল গেল, আরও একটা কাপ হাতছাড়া। কিন্তু সেখান থেকেই কামব্যাক করে টি টোয়েন্টি বিশ্বকাপ হাতে নেন রোহিত শর্মা।
সেই ২৪ রানের ওভারের পর অক্ষরকে কী বলেছিলেন রোহিত। সেই রহস্যই এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে ফাঁস করলেন ভারতীয় অলরাউন্ডার। ৩০ বছরের বাঁহাতি অলরাউন্ডার জানিয়েছেন, 'ওভার শেষের পর পাঁচ সেকেন্ডের জন্য ভেবেছিলাম খেলা শেষ। আমরা আর ফিরতে পারব না। কিন্তু দলের কেউই হাল ছেড়ে দিতে রাজি ছিল না। রোহিত ভাই আমার কাছে এসে বলল, ম্যাচ খতম নেহি হুয়া হ্যায়। কোনো দ্বিপাক্ষিক সিরিজে এরকম হলে বোলার হাল ছেড়ে দেয়। টিমের মানসিকতাও নষ্ট হয়ে যায়। কিন্তু এই ধরনের চাপের ম্যাচে আমরা কেউ হাল ছাড়িনি। শেষ বল পর্যন্ত ম্যাচ টেনে নিয়ে দৃঢ়প্রতিজ্ঞ ছিল সকলে।'
বিশ্বকাপ ফাইনালে ব্যাট করেও বড় অবদান রেখেছিলেন অক্ষর। পরপর উইকেট হারিয়ে ভারত যখন চাপে সেই সময় বিরাট কোহলির সঙ্গে পার্টনারশিপ করে দলকে বড় রানের লক্ষ্যে পৌঁছে দেন। ৩১ বলে ৪৭ রান করে আউট হন অক্ষর। অল্পের জন্য হাফ সেঞ্চুরি মিস করেন। ভারতীয় অলরাউন্ডারের বক্তব্য, 'ভুল সময়ে আউট হয়ে নিজের প্রতি রাগ হচ্ছিল। ড্রেসিংরুমে গিয়েও মাথা গরম হয়ে যাচ্ছিল। জসপ্রীত বুমরা আমায় সান্ত্বনা দেয়।' অক্ষরের ওভারে মার খাওয়ার পরেও দুর্দান্ত বোলিং করে ম্যাচে ফিরে আসে ভারত। হার্দিক, বুমরা এবং অর্শদীপের টাইট বোলিংয়ে ম্যাচ ছিটকে যায় দক্ষিণ আফ্রিকার থেকে।
সেই ২৪ রানের ওভারের পর অক্ষরকে কী বলেছিলেন রোহিত। সেই রহস্যই এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে ফাঁস করলেন ভারতীয় অলরাউন্ডার। ৩০ বছরের বাঁহাতি অলরাউন্ডার জানিয়েছেন, 'ওভার শেষের পর পাঁচ সেকেন্ডের জন্য ভেবেছিলাম খেলা শেষ। আমরা আর ফিরতে পারব না। কিন্তু দলের কেউই হাল ছেড়ে দিতে রাজি ছিল না। রোহিত ভাই আমার কাছে এসে বলল, ম্যাচ খতম নেহি হুয়া হ্যায়। কোনো দ্বিপাক্ষিক সিরিজে এরকম হলে বোলার হাল ছেড়ে দেয়। টিমের মানসিকতাও নষ্ট হয়ে যায়। কিন্তু এই ধরনের চাপের ম্যাচে আমরা কেউ হাল ছাড়িনি। শেষ বল পর্যন্ত ম্যাচ টেনে নিয়ে দৃঢ়প্রতিজ্ঞ ছিল সকলে।'
বিশ্বকাপ ফাইনালে ব্যাট করেও বড় অবদান রেখেছিলেন অক্ষর। পরপর উইকেট হারিয়ে ভারত যখন চাপে সেই সময় বিরাট কোহলির সঙ্গে পার্টনারশিপ করে দলকে বড় রানের লক্ষ্যে পৌঁছে দেন। ৩১ বলে ৪৭ রান করে আউট হন অক্ষর। অল্পের জন্য হাফ সেঞ্চুরি মিস করেন। ভারতীয় অলরাউন্ডারের বক্তব্য, 'ভুল সময়ে আউট হয়ে নিজের প্রতি রাগ হচ্ছিল। ড্রেসিংরুমে গিয়েও মাথা গরম হয়ে যাচ্ছিল। জসপ্রীত বুমরা আমায় সান্ত্বনা দেয়।' অক্ষরের ওভারে মার খাওয়ার পরেও দুর্দান্ত বোলিং করে ম্যাচে ফিরে আসে ভারত। হার্দিক, বুমরা এবং অর্শদীপের টাইট বোলিংয়ে ম্যাচ ছিটকে যায় দক্ষিণ আফ্রিকার থেকে।
