আজকাল ওয়েবডেস্ক: জো রুটের ডিফেন্স ভেঙে বাংলার আকাশদীপ দেখালেন, ''এই মাঠ আমার।'' অনেকে সোশ্যাল মিডিয়ায় বলাবলি শুরু করলেন, রুটকে আউট করার ডেলিভারিটা ছিল অবৈধ। 

আকাশদীপ সেসব নিয়ে ভাবেন না। জশপ্রীত বুমরাহর পরিবর্তে দলে ঢুকেছেন আকাশ। প্রথম ইনিংসের পরে দ্বিতীয় ইনিংসেও আকাশদীপ প্রদীপ জ্বালতে শুরু করে দিয়েছেন বার্মিংহ্যামে। 

চতুর্থ দিনের শেষে ইংল্যান্ড হারায় তিন-তিনটি উইকেট। মহম্মদ সিরাজ নেন একটি, আকাশদীপ ২টি। পঞ্চম দিন আকাশ ও ভারতের বাকি বোলরদের কাছ থেকে দুরন্ত বোলিং আশা করছেন ভারতের সমর্থকরা। 

আকাশদীপ আসলে বিহারের, খেলেন বাংলার হয়ে। টেনিস বল দিয়ে হাতেখড়ি। তাঁর বাবা চাইতেন ছেলে যেন সরকারি চাকরির পরীক্ষায় বসেন। ছ'মাসের মধ্যে বাবা-দাদাকে হারিয়ে সেই আকাশদীপই বুঝে যান এই জীবন আসলে মেঘ ও রৌদ্রের খেলা।  এই আলো তো এই অন্ধকার। 

 

?ref_src=twsrc%5Etfw">July 5, 2025

বার্মিংহ্যাম টেস্টের প্রথম ইনিংসে জেমি স্মিথ এবং হ্যারি ব্রুকের ৩০৩ রানের পার্টনারশিপ ভাঙেন বাংলার পেসার। তার পরেও অনিশ্চয়তায় ভুগছেন তিনি। 

এজবাস্টনে চলতি দ্বিতীয় টেস্টে দুরন্ত বোলিং করলেও পরের টেস্টে কি জায়গা পাবেন তিনি? রবিবার দ্বিতীয় টেস্টের শেষদিনে আকাশদীপের কাছ থেকে আগুনে বোলিং দেখতে চাইছেন ভক্তরা। পারফরমারদের কেউ কখনও আটকে রাখতে পারেননি। আজকের বোলিং তাঁর জন্য তৃতীয় টেস্টের দরজা খুলে দেবে না, তা কে বলতে পারে!